শাস্তি তো আর হবে না নাকি?

লিখেছেন লিখেছেন অসমাপ্ত গল্পের রাজকুমার ০৫ জুলাই, ২০১৫, ১১:১২:২৪ রাত

দৃষ্টান্তমুলক শাস্তি কেন প্রয়োজন?

আমাদের সোনার দেশের লতিফ

সিদ্দিকি ওরোফে নাস্তিক যে

ইসলামকে এবং আমাদের মুসলিম উম্মাহ

এর প্রানের স্পন্দন মহানবী সাঃ কে

নিয়ে কটাক্ষ করেছে আর সাহসের তার

তারিফ করতেই হবে ৮৮%+ মুসলিম এর

দেশের নাগরিক হয়ে সে কি করে এই

দুরন্ত সাহস পায়। তার উপর আবার ঘোষনা

দেয় এই কথায় তার কোন অনুশোচনা

নেই। তার শাস্তির জন্য নানা আন্দোলন

হল যার ফলে লোক দেখানো আটক করা

হয় তাকে কিন্তু এই কিছুদিন পরই আবার

মনে হচ্ছে সম্মানসূচক ভাবে তাকে

ছেড়ে দেয়া হয়। জিনিসটা কেমন

মারাত্মক হল তার জলন্ত প্রমান হল এই

সম্প্রতি আমাদের সৃষ্টিকর্তার ৯৯ টি

সুন্দর নামজে নিয়ে কটাক্ষ।

একজনের শাস্তি না হওয়া আরেকজনকে

সাহস জাগিয়ে দিল এমন জঘন্ন কাজের

জন্য।

যদি ওই লতিফ সিদ্দিকির আজ ভালো

কোন শাস্তি দেয়া হতো তবে আজ

আমাদের এই দিন দেখতে হতো না।

এই জন্যই বলে শাস্তি অত্যন্ত গুরুত্বপূর্ন।

এই শাস্তি না দেয়া আর কি কি

আমাদের দেখায় তাই এখন দেখার

বিষয়।

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328794
০৫ জুলাই ২০১৫ রাত ১১:৪৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : নিজেদের দলের লোককে কি কেউ শাস্তি দেয়? দিবে না। এভাবেই চলতে থাকতে আর মুসলমানরা হাফাতে থাকবে
328815
০৬ জুলাই ২০১৫ রাত ০৩:০৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বাংলাদেশ কি নাস্তিক্যবাদের চারণভুমি হয়ে গেছে? ধন্যবাদ..
328950
০৭ জুলাই ২০১৫ সকাল ০৯:২৪
অসমাপ্ত গল্পের রাজকুমার লিখেছেন : নাস্তিক্যবাদ এর চারন ভুমি হতে এখন আর বেশি দেরি
নেই। :'(

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File