একটা ভাই এর কথা খুব মনে পড়ছে..

লিখেছেন লিখেছেন অসমাপ্ত গল্পের রাজকুমার ১৬ জুন, ২০১৫, ১২:৪৩:৫৪ রাত

ভাইটির কথা একটা কারনেই মনে পড়ছে

আর কারনটি হল তার একটি কথা।

ভাইটি আমাকে বলেছিল nine -ten cross কর

জীবনের কঠিন শর্ত গুলি ধীরে ধীরে মাথার মগজে আঘাত আনবে।

আসলেই ৯-১০ শ্রেনিতে থাকা কালীন জীবনকে এতোটাই সহজ মনে হচ্ছিল ভাবললাম জীবনতো খুব সহজেই কাটানো যায়।

এখন মাত্র ৯-১০ পার করে একাদশ শ্রেণীতে ডুকবো কিন্তু

তার আগেই পৃথিবির হাজারো চিন্তা আমার মাথায় ডুকে গেল।

ক্যারিয়ার এর চিন্তায় এখন কিছুই মাথায় ভালো লাগছে না।

আমাকে আমার খুব প্রিয় এক স্যারও বলেছিল

নবম -দশম শ্রেনী পার কর নিজের ভবিশ্যতের চিন্তা এমনিতেই তোমাকে ঝাপটিয়ে ধরবে।

আমাকে suggest করার লোকের অভাব নেই।

কিন্তু অভাব আমাকে সাথে করে পথকে দেখিয়ে দিবে এমন ভাই এর।

নিজেকে খুব একা লাগছে এই সময়টা তে ,

বিষয়: বিবিধ

১৩৩৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326177
১৬ জুন ২০১৫ বিকাল ০৫:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পথ একটাই। সেটা হলো আল্লাহ আর তার রাসুল এর পথ। সেই পথ টি নেবেন যা আপনার হৃদয় চায় এবং এর বিরুদ্ধে কোন যুক্তি নাই।
326331
১৭ জুন ২০১৫ সকাল ০৭:৩৯
অসমাপ্ত গল্পের রাজকুমার লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File