আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি (ছাত্র) সন্দিহান, তা কি আমার কোন উপকার করছে?
লিখেছেন লিখেছেন অসমাপ্ত গল্পের রাজকুমার ১৫ জুন, ২০১৫, ০১:২১:৪৩ রাত
আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বল্লে তো হাসা ছাড়া উপায় নেই।
আমরা বহুদিন পড়ে কি ঈ বা করতে পারবো। আর বর্তমানে আমাদের স্কুল কলেজগুলি প্রতিযোগীতার ঠেলায়
আমাদের কত বড় ক্ষতি করে দিচ্ছে তা এই ভুক্তভোগী ছাত্ররাই জানে। GPA 5 তো আলহামদুলিল্লাহ পেয়েছি কিন্তু কি ভাবে পেলাম?প্রশ্ন থেকেই যায় এইটা আমার মেধা যাচাই হল না।খুব কষ্ট লাগে তখনই যখন কেঊ অনেক কষ্ট করে ২ টা বছর তিল তিল করে নিজেকে প্রস্তুত করে ssc দিয়ে জিপিএ৫ কুড়িয়ে এনেছে আর একজন আমাদের বিলাসিতার শিক্ষাব্যবস্থারর দরুন জিপিএ৫ পেয়ে গেল।মোতেই কাম্য
নয় তবুও এমন্টাই হয়।
আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের টাকার নেশায় ছুটে চলার জন্য একভাবে বলা যায় প্রেরণাই যোগাচ্ছে একই সাথে আমাদের মুল্যবোধকেও মাটি চাপা দিয়ে
দিচ্ছে।
এই শিক্ষা ব্যবস্থায় আমি চ্যালেঞ্জ ছুড়ে বল্লাম গুটী কয়েকজন ছাড়া বাকি সবাই শুধু একটুকরো certificate ই নিয়ে বের হচ্ছে,
কেউ তার ধার্মিকতা,শালীনতা,জ্ঞান এর প্রকৃত বিস্তার করে বের হতে পারছে না।
গুছিয়ে লিখার সামর্থ তেমন নেই,
সবাইকে গুছিয়ে বুঝে নেয়ার অনুরোধ রইলো।
আমার মতো হাজারো ছাত্র এমন অনেক কথা বলতে চায়
কিন্তু শোনার কেউ নেই তাই এইখানেই আমাদের শ্রোতার আশা.....
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন