কারা ভাল আছেন !
লিখেছেন লিখেছেন নার্সিসাস ০৪ আগস্ট, ২০১৫, ১১:০৩:২৪ রাত
মায়ের কোল থেকে লেথা পড়া শুরু করে মাস্টার ডিগ্রী পিএইচডি ডক্টরেট আনেক কিছু নিয়াছেন, শিক্ষা জীবনে আনেক বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে ক্লাসমেট ও আছে, তারা কেউ ক্লাসের ফাস্ট, সেকেন্ড বা থার্ড , অর্থাৎ মেধার দিক থেকে কেউ সবার সেরা আবার কেউ রেজাল্ট সবার চেয়ে নিম্ম অর্থাৎ ঘাধা ছাত্র । কেউ মোটামুটি মোট কথা টোটাল তিনটা শ্রেনী লেখা পড়া শেষ করে কারা সবচেয়ে বেশি ভাল আছে। বিঃ দ্রঃ যারা পড়বেন তারা দয়াকরে একটু মন্তব্যটা লিখবেন।
বিষয়: বিবিধ
১২১৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যারা প্রথম শ্রেনিতে পাস করে তারা ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়।
যারা দ্বিতিয় শ্রেনিতে পাস করে তারা সরকারি আমলা বা বেসরকারি ম্যানেজার হয় এবং প্রথমশ্রেনিতে পাস করা দের নির্দেশ দেয়।
যারা তৃতিয় শ্রেনিতে পাশ করে তারা রাজনিতিবিদ ও ব্যাবসায়ি হয় এবং উপরের দুই শ্রেনির উপর বসিং করে।
যারা পরিক্ষায় পাস ই করতে পারেনা তারা মাস্তান ও গ্যাং লিডার হয় এবং বাকি সবাইর উপর ক্ষমতা চালায়।
যারা স্কুলে ভর্তিই হতে পারেনা তারা গুরু বা পির হয়ে যায় আর বাকি সবাই তাদের কাছে যায়।
কৈীতুক হলেও অনেকাংশে সত্য!!
মন্তব্য করতে লগইন করুন