মোল্লা ও কামারুজ্জামান ভাইয়ের রক্তের শপথ
লিখেছেন লিখেছেন নার্সিসাস ১২ এপ্রিল, ২০১৫, ১২:৩৭:৪৩ রাত
যতদিন বাংলাদেশর একটা ধূলিকনা থাকবে ততদিন পর্যন্ত ইসলামী আন্দোলন অবহ্যত থাকবে।কোন শ্বৈরশাসক ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসি দিয়া দমিয়ে রাখতে পারবেনা অতীতে কেউ পারে নাই ।
বুখারীশরীফের সেই হাদিসটির কথা মনে পড়ে গেল, মুতার যুদ্ধে সেনাপতি যায়েদ ইসলামের পতাকা ধারন করে যখন সে শাহাদাৎ বরন করে, তার পর পতাকা ধারন করে আবদুল্লাহ ইবনে জাফর যখন সে ও শাহাদাৎ বরন করে, তার পর ইসলামের পতাকা ধারন করে আবদুল্লাহ ইবনে রাওয়াহা যখন আবদুল্লহর ডান হাত শাহাদাৎ বরন করে সে বাম হাত দিয়া ইসলামের পতাকা ধরন করে যখন বাম হাত শাহাদাৎ বরন করে তখন তিনি জমিনে পড়েগিয়ে মুখ দিয়ে ইসলমের পতাকা উঁচু করে রেখেছিলেন ।
তোমরা ও শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলাম কে উঁচু করে রেখে গেলা ।
ভাই তোমাদের রক্তের প্রতিটি কনার শপৎ যতদিন এই পৃথিবীতে আমরা থাকব, ততদিন পর্যন্ত ইসলামের আদর্শ প্রচার করে যাব জান্নাতে দেখা হবে ।
বিষয়: বিবিধ
১৩১৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সহমত
তা কিন্তু পুরো ঘটনা নয়......
সামনে কিছু মানুষ হারলেও
পেছনে তাদের জয়!!
জীবন যুদ্ধে রক্ত নয়
দাম শুধু নিঃশ্বাসের....
মরে গেলে দেহ নয়
কথা রয়ে যায় বীরের...।
মন্তব্য করতে লগইন করুন