না কাঁদলে মা দুধ দেয়না

লিখেছেন লিখেছেন নার্সিসাস ০৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৪৬:৫৫ বিকাল



গ্রামের প্রচলিত ভাষায় একটা প্রবাদ আছে যে, ‘বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না’ । বাংলাদেশের গণতন্ত্রকামী দেশনেত্রী চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া যখন স্বৈরশাসকের হাতে বন্দী হলেন তখন সৈ¦রশাসকের পতনের দাবিতে একটানা আন্দোলনে যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন চুনু পুঁটি থেকে শুরু করে এমপি মন্ত্রীরা পর্যন্ত মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন ভাবে প্রতিবাদ করছে,প্রতিবাদের একটাই ভাষা যে দেশনেত্রী যেন তাহার আন্দোলন প্রত্যহার করে । আমি এই সমস্থ পাগল ছাগলদের বলতে চাই যে তোমরা কি নির্বাচিত গণতন্ত্রের মানস কন্যাকে দেখনা যিনি ৫% ভোটের সমর্থন নিয়া ক্ষমতায় আসছেন । যিনি সংসদে বিল আসামাত্র পাস করিয়ে সাংসদদের চাওয়া পাওয়া পূরন করেন যিনি মন্ত্রীদের চাওয়ার আগেই বিল মন্ত্রী কেবিনেটে পাস করিয়ে দেয় আর সেই পাসটা করে স্বৈরশাসকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তাই আনন্দোলন কারী ভাই বোনদের বলতে চাই যে তোমরা বর্তমান দেশের পরিস্থিতি নিয়া ভাবো যে কার কাছে গেলে আমাদের দাবি পূরন ও দেশ রক্ষা হবে মানববন্ধন সফল হবে, গণঅনশন করা লাগবেনা কাফনের কাপড় পরে খালেদা জিয়ার অফিসের সামনে অনশন করা লাগবেনা,ছেলে মেয়েদের পরীক্ষা নিয়া ভাবতে হবেনা ব্যাবসায়ীদের কাঁদা লাগবেনা পেট্রোল বোমায় পোড়া লাগবেনা । দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্বিঘ্নে চলাফেরা যাবে মাত্র উপায় একটা সেটা হল স্বৈরশাসকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনের সামনে সমস্থ আন্দোলনে কারীরা দাবি কর যে, আপনিতো দেশের জন্যে ও জনগনের জন্যে এবং আমাদের অবিভাবক সুতারং আপনি আমাদের কে এবং দেশ কে রক্ষা করুন খালেদা জিয়ার দাবি মানুন তাহলে আপনাদের আন্দোলন সফল হতে পারে ।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File