বুদ্ধিমান বালক
লিখেছেন লিখেছেন মানবাধিকার চা্ই ২৩ এপ্রিল, ২০১৮, ১২:০৮:১২ দুপুর
(ছোট গল্পের অনুবাদ)
এক লোক গাধার পিঠে বড় বড় দুবস্তা গম নিয়ে বাজারে যাচ্ছিল । কিছুক্ষন পরে সে ক্লান্ত হয়ে পড়ায় একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে আশ্রয় নিল । জেগে দেখে যে, তার গাধাটা নেই । সে উদ্বিগ্ন হয়ে চারিদিকে গাধাকে খুজতে লাগলো । খুজতে খুজতে পথে তার সাথে এক বালকের দেখা, তারপর তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি এ পথে একটা গাধা দেখেছ ? বালকটি জানতে চাইলো , আপনার গাধার ডান চোখটি কি অন্ধ ? তার ডান পা কি খোড়া ? এবং সে কি ভারী গমের বস্তা বহন করছিল ? লোকটি খুব আনন্দে বলে উঠলো হ্যা! ঠিক তাই । তুমি কোথায় দেখেছ ? লোকটি ছেলেটির কাছে জানতে চাইলো । বালকটি বললো, আমি তাকে দেখিনি । এই উত্তর শুনে লোকটি খুব রাগান্বিত হলো এবং বালকটিকে ধরে গ্রামের প্রধানের কাছে নিয়ে গেল ,তাকে শাস্তি দেওয়ার জন্য ।
বিচারক বললো, প্রিয় বালক! তুমি যদি গাধাটিকে না দেখে থাকো, তাহলে কিভাবে তার বর্ননা দিয়েছিলে ? বালকটি বললো, আমি গাধার যাতায়াতের রাস্তা দেখছিলাম, সেখানে ডান দিক ও বাম দিকের মধ্যে বড় ধরনের পার্থক্য ছিল, যা দেখে আমি বুঝেছি যে গাধাটি ডান পা খোড়া ছিল । এবং রাস্তার ডান দিকের ঘাস খাওয়া ছিল কিন্তু বাম দিকের ঘাস খাওয়া ছিল না, যা দেখে বুঝেছি গাধাটির বাম চোখ অন্ধ ছিল । আর রাস্তাতে গম ছিটানো ছিল যা দেখে বুঝেছি যে গাধার পিঠে গমের বস্তা ছিল । বিচারক বুদ্ধিমান বালককে চিননে পারলো এবং লোককে ক্ষমা করার জন্য অনুরোধ করলেন ।
বিষয়: বিবিধ
৯৫২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
http://ebooks.rahnuma.o/children.html
মন্তব্য করতে লগইন করুন