তিন জ্ঞানী ব্যক্তির সাথে নাসির উদ্দিন
লিখেছেন লিখেছেন মানবাধিকার চা্ই ২২ এপ্রিল, ২০১৮, ০২:১৭:৪০ দুপুর
(ছোট গল্পের অনুবাদ)
একদা কিছু জ্ঞানী ব্যক্তি, যারা তাদের সময়ের গুরুত্তপূর্ন কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিলেন বিভিন্ন দেশে দেশে ঘুরে ।
তারা যখন নাসির উদ্দিনের জেলাতে আসলেন, গ্রামের লোকজন নাসির উদ্দিনকে নিয়ে জ্ঞানী লোকদের কাছে গেলেন এবং লোকজন সেখানে ভিড় করলো ।
প্রথম জ্ঞানী ব্যক্তি, নাসির উদ্দিনকে জিজ্ঞাসা করলো,
"বিশ্বের সঠিক কেন্দ্র কোথায়?"
"এটা আমার ঠিক পায়ের নিচে,"নাসির উদ্দিন বললেন।
এটা আপনি কিভাবে প্রমাণ করবেন ? জ্ঞানী লোকটি বললো ।
নাসির উদ্দিন বললো, যদি বিশ্বাস না হয়, তাহলে পরিমাপ করে দেখেন ।
এ কথা শুনে সে আর প্রত্যুত্তর করতে পারলো না ।
পরবর্তী দ্বিতীয় জ্ঞানী লোক প্রশ্ন করলেন, বলেন তো আকাশে কতগুলো তারা আছে ? আমার গাধার গায়ে যত চুল আছে ততগুলো , উত্তর দিলেন নাসির উদ্দিন ।
আপনি এটার কি প্রমান দিবেন ? জ্ঞানী লোকটি বললেন ।
"যদি আপনি আমাকে বিশ্বাস না করেন," নাসির উদ্দিন উত্তর দিল, "আমার গাধার চুলগুলো গননা করেন, আপনি নিজেই দেখতে পাবেন।"
"এটা বোকার মত কথা," তিনি বললেন। "গাধার চুল কিভাবে গণনা করা সম্ভব?"
"আচ্ছা," নাসির উদ্দিন বললেন, "আকাশে কতগুলো তারা আছে, এ প্রশ্ন কি নির্বোধের মত না ? তখন জ্ঞানী লোকটি নিরব হয়ে গেলেন।
তৃতীয় জ্ঞানী লোকটি নাসির উদ্দিনের উত্তর শুনে খুবই বিরক্ত হয়ে বললেন, আচ্ছা, আপনি দেখছি আপনার গাধা সম্পর্কে সবকিছু নখদর্পনে, বলেন তো দেখি আপনার গাধার লেজে কতগুলো চুল আছে ?
নাসির উদ্দিন বললেন, আপনার দাড়িতে যতগুলো চুল আছে, ঠিক ততগুলো । লোকটি প্রমান করতে বললেন ।
নাসির উদ্দিন বললেন, আমি খুব সহজে এটা প্রমান করতে পারি । আপনি আমার গাধার লেজ থেকে একটা করে চুল তুলবেন আর আমি একটা তুলবো আপনার দাড়ি থেকে, যদি তুলতে তুলতে গাধার লেজের চুল আপনার দাড়ির আগে শেষ হয়ে যায়, তাহলে মনে করবো আমার ভুল হয়েছে ।
বিষয়: বিবিধ
৯১৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন