ভারত কি আমাদের থেকে কিছু শিখতে পারে না !

লিখেছেন লিখেছেন মানবাধিকার চা্ই ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:১৯:০৯ বিকাল





দিল্লি হল ভারতের কেন্দ্রস্থল, এই স্থানের যে কোন ঘটনার প্রভাব সারা ভারত জুড়ে পড়ে । বিজেবির নেতা-নেত্রীরা কি পাগল হয়ে গেলেন যে দিল্লির মত জায়গায় একটা ভুইপোড় দলকে বিজয়ী হতে দিলেন । যাদের কোন ইতিহাস নেই, স্বাধীনতা সংগ্রামে কোন অবদান, এরা কিভাবে দেশ -রাজ্য চালাবে ? নুন্যতম দেশ প্রেম থাকলে জনগন এদের ভোট দিত না । এ রকম নাগরিকের জন্য কোন নাগরিক অধিকার থাকাই উচিত না । কেনই বা বিজেবি এ রকম একটি নির্বাচন হতে দিল, তাদের দুরদর্শিতার বড়ই অভা্ব । এরা বাংলাদেশের পাশে বাস করেও বাংলাদেশ থেকে কোন সংস্কৃতি শিখতে পারলো না । হায়বে ভারত তোরা কবে শিথবি !

বিষয়: বিবিধ

১০০৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303817
১০ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমাদের আম আদমি পার্টির পায়খানার চট চুরি করে নিয়ে গেছে সরকার। Rolling on the Floor
303842
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৩৫
শেখের পোলা লিখেছেন : বাংলাদেশ থেকে কিছু রাজনীতির শিক্ষক ভারতে পাঠালে ভাল বাজার পাবে৷ সাথে ই সি ও পাঠানো যেতে পারে৷
306064
২৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৪৯
মানবাধিকার চা্ই লিখেছেন : তাহলে খুব দ্রুত ভারত ভেঙ্গেচুরে ডাল হয়ে যাবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File