জাতিসংঘের মানবাধিকার সনদের কিছু ধারা ও ইসলামী দৃষ্টিভঙ্গী

লিখেছেন লিখেছেন মানবাধিকার চা্ই ২৯ জানুয়ারি, ২০১৫, ০২:৪৭:০২ দুপুর

ধারা-১ বন্ধনহীন অবস্থায় এবং সমমর্যাদা ও অধিকারাদি নিয়ে সকল মানুয়ই জন্ম গ্রহন করে । ভ্রাতৃত্ব সূলভ মনোভাব নিয়ে তাদের একে অন্যের প্রতি আচরন করা উচিত ।

হে মানব জাতি ! আমরা তোমাদের সকলকে এক পুরুষ ও এক নারী হতে সৃষ্টি করেছি । পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন গোত্র ও বংশে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পার । আর তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তাকী । হুজরাত-১৩

তোমরা সবাই আদমের সন্তান , আর আদম আ: মাটির তৈরি । বুখারী- মুসলীম

বিদায় হজ্জের ভাষনে রাসুল স: বলেন- কোন অনারবের উপর কোন আরবের শ্রেষ্ঠত্ব নেই , আর না আছে কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব, কোন কালোর উপর কোন সাদার শ্রেষ্ঠত্ব নেই, আর না আছে কোন

সাদার উপর কালোর শ্রেষ্ঠত্ব – তাকওয়া ছাড়া ।

রাসুল স: বলেন- আমি সাক্ষ্য দিচ্ছি যে সকল মানুষ পরস্পর ভাই ভাই । আবু দাউদ

মহানবী স: মানুষের মহত্ব ও মর্যাদার প্রতি ইঙ্গিত করে কাবা ঘরেকে সম্বোধন করে বলেছিলেন- কতই না পবিত্র তুমি! তোমার পরিবেশ কতই না মনোমুগ্ধকর, কত মহান তুমি এবং কতই না মহান তোমার মর্যাদা । যে আল্লাহর হাতে মুহাম্মদের জীবন তার শপথ করে বলছি, একজন মুসলমানের জান মাল ও রক্তের মর্যাদা আল্লাহর নিকটে তোমার চাইতে ও বেশি । মুসনাদে আহমদ

বর্তমান সমাজের মারামারি হানাহানি কাটাকাটির মধ্যে মানবাধিকারের এই কথা গুলোর বাস্তবায়ন যদি করতে পারতাম !

বিষয়: বিবিধ

১২১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File