কবি মতিউর রহমান মল্লিকঃ কিংবদন্তি সাংস্কৃতিক সংগ্রামী
লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ০৫ এপ্রিল, ২০১৫, ০২:৩৪:৩৪ দুপুর
কবি মতিউর রহমান মল্লিক ৷ আমার দেখা একজন কিংবদন্তি সাংস্কৃতিক সংগ্রামী ৷ বাংলা সাহিত্য সংস্কৃতিতে যখন পশ্চিমাদের প্রভাব ও অশ্লীলতার সয়লাব তখন তরুণ কিছু কবি-সাহিত্যিক-সাংস্কৃতিক কর্মী নিয়ে শুরু করেন ইসলামী সাংস্কৃতিক আন্দোলন ৷ তার লেখা গান-কবিতা যেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি ৷ সব কিছু জীবন থেকে নেয়া ৷
তিনি আমাদের কাছ থেকে গত হয়েছেন বহুদিন ৷ কিন্তু আজ পর্যন্ত কেউ এমন আসেনি যে কিনা পূরণ করতে পারেন মল্লিক ভাইয়ের শূন্যতা ৷ জানিনা কতদিন অপেক্ষা করতে হবে আমাদের এমন একজন সাংস্কৃতিক নেতৃত্বের জন্য ৷
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে ফরিয়াদ কবি মতিউর রহমান মল্লিক ভাইকে কবুল করুণ, দান করুণ জান্নাতুল ফিরদাউস ৷ পূরণ করে দিন তার শূণ্যস্থান ৷ আমাদের দান করুণ আরেকজন সাংস্কৃতিক অভিভাবক, আমীন ৷
বিষয়: সাহিত্য
১০৭৯ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার মত এতো আপন কে হবে আর!
প্রিয় জন চলে গেলে
ফিরে আসে না...
উনার স্মরণে গেয়ে ফেললাম।
ধন্যবাদ ভাই।
অনেক ধন্যবাদ
ভালো লাগলো অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন