সাইমুম সিরিজঃ এক অসাধারণ সাহিত্যকর্ম
লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ২৭ মার্চ, ২০১৫, ০৬:৩০:১৯ সকাল
গত কয়েকদিন যাবত সাইমুম সিরিজ নিয়েই সময় কাটছে ৷ বার বার মনে হয় এখনই শেষ করবো, আর নাহ ৷ কিন্তু আর তা হয়ে উঠে না ৷ এ যেন নেশা ধরে গেছে ৷ আমার জীবনে দেশী বিদেশী অনেক সাহিত্য পাঠ করেছি, কিন্তু সাইমুমের মত এতটা আকর্ষণ করেনি কেউ ৷ এটি একটি অসাধারণ সাহিত্যকর্ম ৷
এইতো সেদিন শুরু করলাম, ইতোমধ্যে ৩৯টি ভলিউম শেষ করেছি ৷ যত পাঠ করছি তত ভাল লাগছে ৷ তবে আহমদ মুসা, হাসান তারিক, কর্ণেল মাহমুদ চরিত্রগুলো অনেক ভালো লেগেছে ৷
তবে আফসোস একটাই খুব দ্রুতই যেন শেষ সংখ্যায় চলে আসছি, তারপর......
বিষয়: সাহিত্য
১১২৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবচেয়ে বড় যে ব্যাপারটা এই বইতে নাই কোনো নোংরামি, নাই অবৈধ প্রেমের সুড়সুড়ি, আছে বিশাল তথ্যভান্ডার, জানা যায় ইসলামের হুকুম আহকাম সমুহ।
আমি লাইফে কোনো গল্প উপন্যাসের বই দ্বিতীয় বার পরে দেখিনি, শুধু সাইমুম আর ক্রুসেড ছাড়া।
সাইমুমের বই যতই পড়ি ততই ভালো লাগে, যেন তৃষ্ণা মিটে না।
আবুল আসাদ স্যারকে সাইমুমের জন্য সাহিত্যে নোবেল দেয়া উচিৎ বলে আমি মনে করি।
মন্তব্য করতে লগইন করুন