হায় আইসিসি! তোর প্রযুক্তি রিকশার চাকা!!!
লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ১৯ মার্চ, ২০১৫, ০৫:৫০:৩৪ বিকাল
বাংলাদেশের সাথে ২য় কোয়ার্টার ফাইনাল ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কাটি আম্পায়ারদেরকে দিও আইসিসি ৷
প্রযুক্তি তো তোমার ছিল, নো বলটা কি চেক করা যেতনা?
এটা না হয় বাদ দিলাম, মাহমুদুল্লাহর ছয়টি তো চেক করলে ৷ কিন্তু প্রযুক্তি ব্যবহারে তোমার এত পারদর্শিতা! অবাক হওয়ার জন্য দুঃখিত ৷
চালিয়ে যাও আইসিসি( ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল) ৷
বিষয়: আন্তর্জাতিক
৮৬২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলাদেশ দলের পরাজয় সইতে না পেরে মৃত্যু
নাটোর সংবাদদাতা ২০ মার্চ ২০১৫,শুক্রবার, ০০:২৯
বাংলাদেশ দলের পরাজয় সইতে না পেরে নাটোরের লালপুরে উজির আলী (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। লালপুর উপজেলার কেশবপুর গ্রামের বখতিয়ার হোসেন জানান, তার বড় ভাই রাজমিস্ত্রি উজির আলী অনেকের মতোই গতকাল সারা দিন বাড়ি বসে ভারতের সাথে বাংলাদেশ দলের বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল খেলা দেখছিলেন। খেলায় বাংলাদেশ দলের পরাজয় অনুমান করতে পেরে তিনি অস্থির হয়ে পড়েন। খেলা শেষে বাংলাদেশ দলের পরাজয় সইতে না পেরে বুক চেপে ধরে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এ ঘটনায় বাড়ির লোকজন তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উজির আলীকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সূত্র নয়াদিগন্ত অনলাইন
মন্তব্য করতে লগইন করুন