শপথ করে বলছি, মৃত্যুর আগ পর্যন্ত তোদের ধর্মকে আক্রমন করবো, মুসলিমের বাচ্চারা, অভিজিৎ রায়ের রক্তের শপথ
লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ০২ মার্চ, ২০১৫, ০১:১১:১১ রাত
“শপথ করে বলছি, মৃত্যুর আগ পর্যন্ত তোদের ধর্মকে আক্রমন করবো, মুসলিমের বাচ্চারা, অভজিত রায়ের রক্তের শপথ“ কথাগুলো বলেছে ছাত্র ইউনিয়নের তথাকথিত এক নেতা ৷
বামপন্থীরা যে শুধু ধর্ম বিমুখ নয় ধর্ম বিদ্বেষীও তার আরো একটি উদাহরণ এটি ৷ ইসলাম কখনও কোন সন্ত্রাসী কাজকে সমর্থন করেনা তা জামায়াতসহ মূলধারার সকল ইসলামী দলগুলো তা বলে আসছে ৷ যারা এধরনের কর্মকান্ড করে তারা মূলত ইসলামবিরোধীদের এজেন্ডাই বাস্তবায়ন করছে ৷
তারপরও কোন নাস্তিক খুনের মত কোন ঘটনা ঘটলেই তাকে ইসলামের নামে চালিয়ে দিয়ে ইসলামকে হেয় করা ও ফায়দা লুটার চেষ্টা করে কতিপয় তেলাপোকা-ছারপোকার গোষ্ঠী ৷
বিষয়: রাজনীতি
১২৫৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাতো বটেই, আল্যার মুমিনের হাতে চাপাতি থাকতে জিহবা কেন??
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
http://downloads.bbc.co.uk/podcasts/worldservice/whys/whys_20150227-1813a.mp3
ঠিকই তো বলেছে। আল্লার মুমিন'দের আর ছাড় দেয়া যায় না, ওরা খুব বেশি বেড়ে গেছে। প্রয়োজনে ইসরাইলী জ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান, কৌশল ব্যাবহার করে বর্বর মুস্লিম'দের মানুষ করতে হবে। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন