শপথ করে বলছি, মৃত্যুর আগ পর্যন্ত তোদের ধর্মকে আক্রমন করবো, মুসলিমের বাচ্চারা, অভিজিৎ রায়ের রক্তের শপথ

লিখেছেন লিখেছেন আশাবাদী যুবক ০২ মার্চ, ২০১৫, ০১:১১:১১ রাত

“শপথ করে বলছি, মৃত্যুর আগ পর্যন্ত তোদের ধর্মকে আক্রমন করবো, মুসলিমের বাচ্চারা, অভজিত রায়ের রক্তের শপথ“ কথাগুলো বলেছে ছাত্র ইউনিয়নের তথাকথিত এক নেতা ৷

বামপন্থীরা যে শুধু ধর্ম বিমুখ নয় ধর্ম বিদ্বেষীও তার আরো একটি উদাহরণ এটি ৷ ইসলাম কখনও কোন সন্ত্রাসী কাজকে সমর্থন করেনা তা জামায়াতসহ মূলধারার সকল ইসলামী দলগুলো তা বলে আসছে ৷ যারা এধরনের কর্মকান্ড করে তারা মূলত ইসলামবিরোধীদের এজেন্ডাই বাস্তবায়ন করছে ৷

তারপরও কোন নাস্তিক খুনের মত কোন ঘটনা ঘটলেই তাকে ইসলামের নামে চালিয়ে দিয়ে ইসলামকে হেয় করা ও ফায়দা লুটার চেষ্টা করে কতিপয় তেলাপোকা-ছারপোকার গোষ্ঠী ৷

বিষয়: রাজনীতি

১২৫৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306771
০২ মার্চ ২০১৫ রাত ০১:৫৯
দ্য স্লেভ লিখেছেন : সকলের ধৈর্যশক্তি এক রকম নয়। কোনো ধর্মকে ক্রমাগত গালি দিতে থাকলে সেই ধর্মের গভীর বিশ্বাসী কারো গায়ে লাগতে পারে। তখনই এমন ধরনের ঘটনাগুলো ঘটে বা ঘটার সম্ভাবনা থাকে। নেটে অনেক সময় দেখী কিছু মুসলিম হিন্দুদের ক্ষেত্রে খারাপ ভাষা ব্যবহার করছে আবার অনেক হিন্দুও এটা করে। কিছু নাস্তিক বুদ্ধিবৃত্তিকভাবে ধর্মের বিরোধীতা করে,সেগুলো আবার ইসলামিক স্কলারগণ বুদ্ধিবৃত্তিকভাবে মোকাবিলা করেছেন। সেটাই কাম্য। কিন্তু ইদানিং সরাসরি আঘাত দেওয়া নেওয়ার বিষয়টি লক্ষ্যনীয়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। অন্যকে আমরা যেন জিহবা দ্বারা কুৎসিতভাবে আঘাত না করি..
০২ মার্চ ২০১৫ রাত ০৪:৪১
248228
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : অন্যকে আমরা যেন জিহবা দ্বারা কুৎসিতভাবে আঘাত না করি..

তাতো বটেই, আল্যার মুমিনের হাতে চাপাতি থাকতে জিহবা কেন??
০২ মার্চ ২০১৫ সকাল ০৫:০৩
248229
আকবার১ লিখেছেন : @মায়াবন বিহারিণী হরিণী,মুক্তিযুদ্ধের কন্যা,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
306772
০২ মার্চ ২০১৫ রাত ০২:০২
সজল আহমেদ লিখেছেন : দেখেন বাংলাদেশের সব ইসলামিস্টদের নিয়ে কিভাবে পৃথিবীর সবার কাছে মিথ্যার করল মানষি বড়ুয়া এবং অভিজিত্‍ রায়:
http://downloads.bbc.co.uk/podcasts/worldservice/whys/whys_20150227-1813a.mp3
০২ মার্চ ২০১৫ সকাল ০৫:১০
248230
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : মানষি আপা একটুকুও মিথ্যা বলেন্নি। হত্যা, বোমাবাজি, চাপাতি আঘাত, সন্ত্রাস, খাঁচার ঢুকিয়ে পুড়িয়ে মারা, স্কুলশিশু হত্যা, স্কুলছাত্রী অপহরন করে মুমিনের যৌনদাসী বানানো........... এ সবই তো ইসলামিষ্ট'দের কাজ। সন্দেহ আছে??
306782
০২ মার্চ ২০১৫ সকাল ০৫:২০
306783
০২ মার্চ ২০১৫ সকাল ০৫:২০
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : শপথ করে বলছি, মৃত্যুর আগ পর্যন্ত তোদের ধর্মকে আক্রমন করবো, মুসলিমের বাচ্চারা, অভজিত রায়ের রক্তের শপথ“ কথাগুলো বলেছে ছাত্র ইউনিয়নের তথাকথিত এক নেতা ৷

ঠিকই তো বলেছে। আল্লার মুমিন'দের আর ছাড় দেয়া যায় না, ওরা খুব বেশি বেড়ে গেছে। প্রয়োজনে ইসরাইলী জ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান, কৌশল ব্যাবহার করে বর্বর মুস্লিম'দের মানুষ করতে হবে। ধন্যবাদ।
306815
০২ মার্চ ২০১৫ দুপুর ১২:৫৫
কাউয়া লিখেছেন : মায়াবন বিহারিণী হরিণী মুস্লমান্রাতো খারাপ। খুবই খারাপ কিন্তু ভাল কারা বলেন। সেটা হব।
306824
০২ মার্চ ২০১৫ দুপুর ০২:২৬
আশাবাদী যুবক লিখেছেন : বামরা যে আসলে মুক্তমনা নামের অন্তরালে ইসরাইলের মতো উগ্র সাম্প্রদায়িক, দখলবাজ, হামলাবাজ, মানবতাবিরোধী, ইসলাম বিদ্বেষী, অস্রবাজ ও খুনী চরিত্রের তা হরিণী সাহেবের কথায় আবারো প্রমাণ করে ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File