মানুষ আর পশুর মধ্যে প্রধান পার্থক্য তৈরি করে হাসি ও কান্না।।

লিখেছেন লিখেছেন শাকিল খান আমি ১২ মার্চ, ২০১৫, ০৬:৩৮:২৪ সন্ধ্যা

মানুষ আর পশুর মধ্যে প্রধান পার্থক্য তৈরি করে হাসি ও কান্না।।

আমাদের জীবনে যেমন হাসি আছে তেমন কান্নাও আছে।।

হাসি কান্নার গল্পই আমাদের জীবনের গল্প।। এ গল্প নিয়েই হোক " শেষ পৃষ্ঠা"র পথচলা। ..জীবনের সব মূল্য তো শেষ পাতায় লেখা থাকে,তাইনা?তাহলে শেষ পৃষ্ঠার সব কথায় হোক জীবনের কথা,সুখ,দুঃখ,হাসি,কান্নার কথা. পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে তুমি আপন ভাবলেও তারা তোমাকে পর ই ভাবে, কখনো আপন ভাবে না.এই সংসারে বাস করতে হলে মাঝেমধ্যে কষ্ট পেতে হয় | সংসারের অনেক নিয়মের একটা নিয়ম হলো কষ্ট পাওয়া ||পৃথিবীতে সব মানুষ একসাথে সুখী হতে পারে না। কখনোই না...তেমনি হাসি কান্না সব মানুষেরই প্রাপ্প যে যারটা পেয়ে থাকে আগে পরে। আমি আমারটা রোজ পাচ্ছি নিজের করে এত বেশি পাচ্ছি যে এখন আর হাসিকে নিজের মনেই হয়না তাই সে ফিরে আসেনা আমার জীবনে। কান্নাই আমার সাথী কষ্ট আমার পথ এই নিয়ে আমার জীবন চলছে চলবে। ..আমি মনে করি আমার প্রতিটা চোখের পানি তাদের জন্য অভিশাপ হয়ে দারােব। জীবনের শেষ মূহুতে ও আমি আর তাদেরকে চাই না। একা আছি একাই থাকব কিছু করার নেই.... কিছু কিছু সত্যি জেনে ও নিজের কাছে নিজেই লুকানোর অভিনয় করে যেতে হয়..আর সেই সত্যিটা যদি হয় নিজের প্রিয় মানুষদের সম্পর্কে !!তাহলেতো কথাই নেই...থাকনা আমার সত্য আমার কাছে লুকানো। ..

বিষয়: বিবিধ

১৪০৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308570
১২ মার্চ ২০১৫ রাত ০৮:৫৬
আবু জারীর লিখেছেন : আপন মানুষ গুলোকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। সেই সাথে মহান রবের কাছে শেষ রাতে ধর্ণা দিতে হবে। বন্দুকের গুলি মিস হয় কিন্তু শেষ রাতের দোয়া মিস হয়না।
সমবেদনার সাথে সাথে আপন লোক গুলেকে শুধরে আপন ভূবনে ফিরে আসার দোয়া রইল।
308576
১২ মার্চ ২০১৫ রাত ০৯:২৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এক্সাটলি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File