আমাদের জাতীয় সঙ্গীত
লিখেছেন লিখেছেন শাকিল খান আমি ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:১৮:৩৩ বিকাল
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি '' এই গানটা আমার দেশের জাতিয় সঙ্গীত ! কিন্তু এই গানের পিছনের কাহিনী কতজন জানেন ? আসুন দেখি ! সাল ১৯০৩ ! ব্রিটিশ সরকার ভারতের তৎকালীন হিন্দু সমাজের মুসলমানদের ওপর শোষণ দেখে মুসলিম সংখ্যা গরিষ্ঠ অঞ্চল আলাদা করার সিদ্ধান্ত নেয় , অর্থাৎ বঙ্গভঙ্গ ! মুসলমানদের ওপর হিন্দু সমাজের শোষণের অবসান হয়ে যাবে এই ভয়ে তখন কিছু গোঁড়া হিন্দু এর প্রতিবাদ শুরু করে ! তারা একে বাঙালি জাতিকে ভাগ করার ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে ! এর অংশ হিসেবে তারা দেশপ্রেমের গান শুরু করে ! সেই সময় দিজেন্দ্রনাল রায় , রবিন্দ্রনাথ ঠাকুর , বঙ্কিমচন্দ্র ইত্যাদি মুসলিম বিদ্বেষী কবি বঙ্গভঙ্গ বিরোধী গান , কবিতা তৈরি শুরু করে ! ধন ধান্য পুষ্প ভরা , আমার সোনার বাংলা গানগুলো এই উদ্দেশেই লিখা ! এক পর্যায়ে তাদের ে আন্দোলন শশ্ত্র আন্দোলনে রূপ নেয় ! ইংরেজ সরকার বাধ্য হয়ে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করে ! শুধু তাই নয় এই ঘোষণার পর মুসলিমদের শান্ত করার জন্য ইংরেজরা মুসলিমদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা দেয় তখন রবীন্দ্রনাথ বলেছিল '' পূর্ব বঙ্গের কিছু ন্যাড়ার জন্য এত বড় বিশ্ববিদ্যালয়ের কি দরকার ? '' আফসুস আজ স্বাধীন দেশে ৪২ বছর পরও এমন একটি গান এদেশের জাতীয় সঙ্গীত যা এই দেশের অস্তিত্ব অস্বীকার করে !বাহ বাহ বাহ ! শুধু এই কারনেই গানটি আমার এত অপছন্দ ! শুধু মাত্র এই দেশের জাতিয় সঙ্গীত হওয়ার কারনে আমি এই গানটাকে স্রদ্ধা করতে বাধ্য হই
বিষয়: বিবিধ
১০৪৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন