স্বাধীনতা মানে কি?
লিখেছেন লিখেছেন দ্বীপ জনতার ডাক ২৮ মার্চ, ২০১৫, ০৪:২৮:৩৪ বিকাল
স্বাধীনতা মানে কি?
ধর্ষিত নারীর খন্ডিত লাশ।
স্বাধীনতা মানে কি?
বীর মুক্তি যোদ্ধার দীর্ঘশ্বাস।
স্বাধীনতা মানে কি?
যৌতুকের দায়ে নির্যাতিত নারী।
স্বাধীনতা মানে কি?
দুর্নীতিবাজ আর আমলার
টাকা কাড়ি কাড়ি ।
স্বাধীনতা মানে কি?
ক্ষমতাসীনদের ক্ষমতার
অপব্যবহার।
স্বাধীনতা মানে কি?
পথশিশুদের কাটবে দিন
অনাহার।
স্বাধীনতা মানে কি?
গরীব অসহায় মানুষের
রক্ত চুষে খাওয়া।
স্বাধীনতা মানে কি?
ত্রিশ লক্ষ শহীদের রক্ত
দুই লক্ষ মা-বোনদের সম্ভ্রম
বৃথা যাওয়া।
স্বাধীনতা মানে কি?
মুক্তি যোদ্ধার স্বীকৃতি স্বরূপ
সম্মানির সাথে প্রতারণা।
স্বাধীনতা মানে কি?
মুক্তি যোদ্ধারা অবহেলা অনাদরে
বেয়ে যাবে মৃত্যুর যন্ত্রণা।
স্বাধীনতা মানে কি?
মুক্তির চেতনা বিশ্বাসী মানুষ
নৃশংস ভাবে হত্যার শিকার।
স্বাধীনতা মানে কি?
আত্যাচারি কাছে মাথা নোয়াবার।
স্বাধীনতা মানে কি?
জঙ্গি উৎপাদন কারখানা।
স্বাধীনতা মানে কি?
বিদেশিদের কাছে ধরনা।
স্বাধীনতা মানে কি?
বিদেশি প্রভুর ইশারায়
দেশ হবে পরিচালনা।
স্বাধীনতা মানে কি?
সইতে হবে আপমান
আর বানছনা।
স্বাধীনতা মানে কি?
পদে পদে মানব অধিকার
লঙ্ঘন।
স্বাধীনতা মানে কি?
সীমান্তে মানুষ হত্যা হবেনা
বন্ধ।
স্বাধীনতা মানে কি?
পেট্রোল বোমায় দগ্ধ মানুষের
বার্ন ইউনিটে আর্তনাদ।
স্বাধীনতা মানে কি?
ষোল কোটি মানুষের ভোটের
অধিকার খর্ব।
স্বাধীনতা মানে কি?
শুধুই কি স্বাধীন দেশ হিসেবে
বাঙ্গালী জাতির গর্ব?
বিষয়: বিবিধ
১২৫০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন