সন্ত্রাস
লিখেছেন লিখেছেন দ্বীপ জনতার ডাক ০১ মার্চ, ২০১৫, ১১:২০:৪৩ রাত
মদ গাঁজার আর নষ্টামিতে ভরা ফ্ল্যাশ
সমাজে এক আতঙ্কের নাম সন্ত্রাস।
অন্ধকারে চোরাকারবার দিবালোকে নেতা,
অপহরণ মান্ডার যত তারাই আবার হোতা।
জানের ভয়ে মুখ খুলে না কেউ
অন্তরে উত্তাল পাতাল বেদনারই ঢেউ।
রাজনৈতিক আশ্রয় তাদের বড় শক্তি,
তেতাল্লিশ বছর পরও জাতি পাইনি মুক্তি।
রাজনৈতিক মঞ্চে জ্বালাময় কন্ঠে
দেশের জন্য দিয়েছি অনেক রক্ত,
বিশ্বাস না করে কি উপায় আছে ভাই?
তাদের তো আছে হাজার খানেক ভক্ত।
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন