জনম দুখিনী মা
লিখেছেন লিখেছেন দ্বীপ জনতার ডাক ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:৩৭:০৯ সন্ধ্যা
মা
মায়ের মতো এই জগতে
হয়না কেউ আপন,
আদর যত্ন যতোই করুক
তোমায় আত্মীয় স্বজন।
মায়ের মতো এমন করে
করবেনা কেউ আদর,
মা মরিলে দু'দিন পর
সবাই হয়ে যায় পর।
সুখে দুঃখে থাকে সারাক্ষণ
মা যে তোমার পাশে,
বন্ধু বান্ধব টাকা শেষে
কেটে পড়ে অবশেষে।
গর্ভধারিণী জনম দুখিনী মার
সাথে হয় না কারো তুলনা,
মিথ্যা সুখের আশায়
মাকে আবার ভুলে যেওনা।
মায়ের দুখে খোদার আয়ারূষ
উঠে কাপে,
হয়ে যাবে ধবংস অনিবার্য
অদৃশ্য অভিশাপে।
যদি সুখ খোঁজ পেতে চাও
খোঁজ মায়ের বুকে,
ওয়াদা মহান আল্লাহ তালার
সুখ নিশ্চয়ই পাবে।
মাগো তোমার চরণে
লক্ষ কোটি সালাম,
তোমার কারণে
পৃথিবীর আলো দেখলাম।
বিষয়: বিবিধ
১৬৩১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন