‘ইত্যাদি’ বার্তা-------
লিখেছেন লিখেছেন সামজিদ সোহেল ১৮ জানুয়ারি, ২০১৫, ০২:০৪:৫২ দুপুর
খুশির খবর...
আমাদের বড় প্রাপ্তি খাগড়াছড়িতে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র আগামীবারের পর্বটি অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল (১৯ জানুয়ারী) সন্ধ্যায় এটি খাগড়াছড়ি ক্যান্টনমেন্টের ‘গিরি শোভা’ মাঠে হবে। অনুষ্ঠানটিতে খাগড়াছড়ির কৃষ্ঠি, সংস্কৃতি, ঐতিহ্য পাবে।একটু আগে অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা পরিচালনা ও উপস্থাপক হানিফ সংকেত । অনুষ্ঠানে তিন হাজার মানুষকে আমন্ত্রন জানানো হবে। যাদের দেয়া হবে ‘বিশেষ পাস’। আর যাদের কাছে এই পাস থাকবে শুধু তারাই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন। সমস্যা নেই। আমরা মন খারাপ করবোনা। খাগড়াছড়িতে ইত্যাদি হচ্ছে এটাই বেশি। আর কিছু হোক না হোক এই জেলাতো পরিচিতি পাবে এটাই বড় প্রাপ্তি। সবাই ভালো থাকবেন....।
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন