গ্রামের নওজোয়ান হিন্দু মুসলম -শাহ্ আব্দুল করিম
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ০৯ অক্টোবর, ২০১৬, ০২:১০:০৭ দুপুর
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম
হিন্দু বাড়িতে যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম
জারি গান, বাউল গান
আনন্দের তুফান
গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম
বর্ষা যখন হইত,
গাজির গান আইত,
রংগে ঢংগে গাইত
আনন্দ পাইতাম ।।
কে হবে মেম্বার,
কে বা গ্রাম সরকার
আমরা কি তার খবরও লইতাম ।।
হায়রে আমরা কি তার খবরও লইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম ।।
বিবাদ ঘটিলে
পঞ্চায়েতের বলে
গরীব কাংগালে
বিচার পাইতাম ।।
মানুষ ছিল সরল
ছিল ধর্ম বল ।।
এখন সবাই পাগল
বড়লোক হইতাম ।।
আগে কি………
করি ভাবনা
সেই দিন আর পাব নাহ
ছিল বাসনা সুখি হইতাম ।।
দিন হতে দিন
আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম
আগে কি সুন্দর দিন কাটাইতাম….
বিষয়: বিবিধ
২১৪০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ কুরবানীর গোস্ত খাওয়ার দাওয়াত কি দিতাম ?
নিমন্ত্রন পাইয়া হিন্দুরা আইতো ?
আগে কি এই রকম দিনও আছিলো ?
ভাইরে , আগে কি এইরকম দিনও আছিলো ?
মন্তব্য করতে লগইন করুন