ক্যান্টনমেন্টের মত সুরক্ষিত এলাকাতে কেন অরক্ষিত আমার বোন ?? কি ঘটেছিল সেদিন....
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ২৪ মার্চ, ২০১৬, ১২:১৪:৩৩ দুপুর
‘আবারো রক্তাক্ত পতাকা, লাঞ্ছিত বাংলাদেশ।
বলে দে মা, কোথায় এই বর্বরতার শেষ! কোথায় এই হিস্রংতার শেষ? মাগো, তোমার তারকাঁটার বেষ্টনিও আজ তোমার মেয়ের জন্য নিরাপদ নয়। মাগো, ওরা দরিদ্র তাই শিক্ষিকার চরিত্রেও কালিমা লেপন করা হয়। ওরা বাঁচতে চায়, ওরা লড়তে চায়, ওরা গড়তে চায়, সেটা কি তাদের অপরাধ? আমার বোনটি রাস্তায় বেরুলে হায়েনারা কেন তার দিকে বাড়ায় কালো হাত? এটা নাকি ক্যান্টনমেন্ট সংরক্ষিত এলাকা? এনএসআই, ডিজিএফআই, মিলিটারি পুলিশের নিরাপত্তা চাদরে ঢাকা। তাহলে তনু আজ ধর্ষিত কেন? লাঞ্ছিত কেন? কেন তার চুলের ছেড়া অংশ রাস্তায়? কেন তার লাশের অর্ধেক শরীরে কাপড় নাই? ছি! ছি!! ছি!!! এ লজ্জা আমার, এ লজ্জা এক বাবার, এ লজ্জা এক ভাইয়ের, এ লজ্জা এক পাতাকার, এ লজ্জা এক স্বাধীন বাংলাদেশের।’
আমার প্রশ্ন হল সেনানিবাসের মতো এলাকায়কীভাবে খুন হয়? কেন তাকে খুন করলো? কিঅপরাধ ছিল? ত্রিশ লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলাদেশের মাটিতেও সে নিরাপদে থাকতে পারেনি। আজ তনু কে মারলো আরেক দিন আমার বোনকে মারবে। তারপর তোমার বোনকে মারবে। আর কত জনের মায়ের বুক খালি করবে ওরা। আমরা কী প্রতিবাদ করতে জানি না? আমরা নিশ্চয় প্রতিবাদ করবো। সবাই আমরা একসাথে প্রতিবাদ করবো। আমরা তিব্র নিন্দা জানাই। 'চলেন আমরা একসাথে প্রতিবাদকরি।’
আর একবার জেগে উঠি ভাই ও বোন রা। আমার বোনের নিরাপদ পথ চলার জন্য।
"নিরাপদ হোক আমার বোনের পথচলা" সেই সমাজের প্রত্যাশায়
"....... নির্জন পথে ঘাটে একাকিনী রমনী কোন জন কটু কথা কবে না.........." (এই গানটি কারো সংগ্রহে থাকলে কমেন্টে দিয়েন তো
বিষয়: বিবিধ
১৩৬৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গুলশান-বারিধারা-ধানমন্ডিতে নিরাপত্তায়ে একের পর এক খুন হয়, এখন হল সেনানিবাসে!
যাই হোক, আমি নীরব। আচ্ছা আমিতো সেনানিবাস ৫/৬ মাইল দূরে ছিলাম ঘটনার সময়, আমি নয়তো?
মন্তব্য করতে লগইন করুন