ক্যান্টনমেন্টের মত সুরক্ষিত এলাকাতে কেন অরক্ষিত আমার বোন ?? কি ঘটেছিল সেদিন....

লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ২৪ মার্চ, ২০১৬, ১২:১৪:৩৩ দুপুর



‘আবারো রক্তাক্ত পতাকা, লাঞ্ছিত বাংলাদেশ।

বলে দে মা, কোথায় এই বর্বরতার শেষ! কোথায় এই হিস্রংতার শেষ? মাগো, তোমার তারকাঁটার বেষ্টনিও আজ তোমার মেয়ের জন্য নিরাপদ নয়। মাগো, ওরা দরিদ্র তাই শিক্ষিকার চরিত্রেও কালিমা লেপন করা হয়। ওরা বাঁচতে চায়, ওরা লড়তে চায়, ওরা গড়তে চায়, সেটা কি তাদের অপরাধ? আমার বোনটি রাস্তায় বেরুলে হায়েনারা কেন তার দিকে বাড়ায় কালো হাত? এটা নাকি ক্যান্টনমেন্ট সংরক্ষিত এলাকা? এনএসআই, ডিজিএফআই, মিলিটারি পুলিশের নিরাপত্তা চাদরে ঢাকা। তাহলে তনু আজ ধর্ষিত কেন? লাঞ্ছিত কেন? কেন তার চুলের ছেড়া অংশ রাস্তায়? কেন তার লাশের অর্ধেক শরীরে কাপড় নাই? ছি! ছি!! ছি!!! এ লজ্জা আমার, এ লজ্জা এক বাবার, এ লজ্জা এক ভাইয়ের, এ লজ্জা এক পাতাকার, এ লজ্জা এক স্বাধীন বাংলাদেশের।’

আমার প্রশ্ন হল সেনানিবাসের মতো এলাকায়কীভাবে খুন হয়? কেন তাকে খুন করলো? কিঅপরাধ ছিল? ত্রিশ লক্ষ শহীদের রক্তে ভেজা বাংলাদেশের মাটিতেও সে নিরাপদে থাকতে পারেনি। আজ তনু কে মারলো আরেক দিন আমার বোনকে মারবে। তারপর তোমার বোনকে মারবে। আর কত জনের মায়ের বুক খালি করবে ওরা। আমরা কী প্রতিবাদ করতে জানি না? আমরা নিশ্চয় প্রতিবাদ করবো। সবাই আমরা একসাথে প্রতিবাদ করবো। আমরা তিব্র নিন্দা জানাই। 'চলেন আমরা একসাথে প্রতিবাদকরি।’

আর একবার জেগে উঠি ভাই ও বোন রা। আমার বোনের নিরাপদ পথ চলার জন্য।

"নিরাপদ হোক আমার বোনের পথচলা" সেই সমাজের প্রত্যাশায়

"....... নির্জন পথে ঘাটে একাকিনী রমনী কোন জন কটু কথা কবে না.........." (এই গানটি কারো সংগ্রহে থাকলে কমেন্টে দিয়েন তো

বিষয়: বিবিধ

১৩৬৭ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363483
২৪ মার্চ ২০১৬ দুপুর ১২:৩৭
আবু জান্নাত লিখেছেন : দেশের রক্ষকরাই আজ আফ্রিকাসহ সারা বিশ্বে ধর্ষণকার্য্য সম্পাদন করে চলেছে। আজ তাদের ঘরেই ধর্ষন ও হত্যা। কার কাছে বিচার চাইবো ভাই। শিয়ালের কাছে মুরগী বর্গা নয় কি!
২৪ মার্চ ২০১৬ দুপুর ০২:০৮
301362
ব্লগার শঙ্খচিল লিখেছেন : বাংলাদেশের সব সরকার ই একটা জায়গায় এসে খুব দুর্বল , তারা অনেক বিষয়ে মুখ খুলতেও ভয় পায়
363486
২৪ মার্চ ২০১৬ দুপুর ১২:৫৯
আল সাঈদ লিখেছেন : অপরাধ কে আমরা অনেক খামখেয়ালী করেছি তাই হায়েনারা মাথা চেরে উঠেছে। এখনই অন্যায়ের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ না করলে সত্যিই আমাদের মা-বোনদের শিকার হতে হবে। এখনো সময় আছে ঘনেশ পাল্টানোর।
363489
২৪ মার্চ ২০১৬ দুপুর ০২:০৯
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ফরাধী যেই হোক না কেন তাকে ফাসিতেঁ ঝুলানো হোক
363492
২৪ মার্চ ২০১৬ দুপুর ০৩:১৪
মোঃআয়নাল হক লিখেছেন : তিব্র থেতে দিব্র নিন্ধা জানাই
363526
২৪ মার্চ ২০১৬ রাত ১০:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কুমিল্লা সেনানিবাস বিশাল এলাকা। প্রায় ২০০০ একর। এর ফাকে ফাকে সিভিল এলাকা এবং ঐতিহাসিক ময়নামতি ও আছে। শুধু সেনাবাহিনিকে দায়ি করা ঠিক নয়।
২৫ মার্চ ২০১৬ বিকাল ০৪:১৩
301411
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার বাড়ি কুমিল্লা, সেখান থেকে বেশি একটা দূরে নয়। কিন্তু তনু তো সেনাদের কোলে খুন হয়েছে, এইটা কিভাবে!
363571
২৫ মার্চ ২০১৬ বিকাল ০৪:১১
গাজী সালাউদ্দিন লিখেছেন : সব অসম্ভবকে সম্ভব করে চলেছে বাংলাদেশ।

গুলশান-বারিধারা-ধানমন্ডিতে নিরাপত্তায়ে একের পর এক খুন হয়, এখন হল সেনানিবাসে!

যাই হোক, আমি নীরব। আচ্ছা আমিতো সেনানিবাস ৫/৬ মাইল দূরে ছিলাম ঘটনার সময়, আমি নয়তো?
363645
২৬ মার্চ ২০১৬ সকাল ০৮:৫৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : স্বাধীনতা দিবস নিয়ে একটা পোস্ট দিন না প্লিজ। সংক্ষেপ হলেই ভালো হয়
২৭ মার্চ ২০১৬ রাত ১১:৪২
301725
ব্লগার শঙ্খচিল লিখেছেন : দুই দিন ব্যক্তিগত কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম এত গুরুত্ত্ব পূর্ণ একটা বিষয়ে একটা পোস্ট দেয়ার মত সময় পেলাম না । আজ এসে দেখি আপনার পোস্ট সবার লেখা দিয়ে সাজানোে খুব আপসোস হচ্ছিল তখন । এমন মিসটেক আর হবেনা গাজী ভাই
২৮ মার্চ ২০১৬ রাত ১২:১০
301727
গাজী সালাউদ্দিন লিখেছেন : কাল সকালে দিলেও হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File