ভারত ক্রিকেট যুদ্ধাপরাধে জড়িত, নতুন ষড়যন্ত্রে নিষিদ্ধ হতে পারে মুস্তাফিজও (ভিডিও)
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ২০ মার্চ, ২০১৬, ১১:৫১:২৮ রাত
বাংলাদেশের চার পাশে অক্টোপাসের মত ঘিরে থাকা দেশটি কোন কালেই যে আমাদের বন্ধু ছিল না তার প্রমান তারা বার বার দিলেও আমাদের দেশের একটা সুবিধাবাদী গোষ্ঠির যেন তাতে সারা নেই ।
সে ষড়যন্ত্র ১৯০৫ থেকে ১৯১১ বঙ্গভঙ্গ রদ বাংলাদেশের আসাম ও পশ্বিমবঙ্গ হাত ছাড়া হওয়া , এর পর ১৯৪৭ দেশ ভাগ । সেখান থেকে ১৯৭১ । ফারাক্কা বাঁধ দিয়ে উত্তর অঞ্চল মরুভুমি করা , পাখির মত হাজারো ফেলানীকে মেরে গাছের সাথে মাটির সাথে , অথবা তারকাটায় ঝুলিয়ে রাখা । অথবা রাসেলের মত হাজারো তরুন কে উলঙ্গ করে পিটিয়ে হত্যা করার পর বিএসএফের বুনো উল্লাসে মেতে উঠা ।
বাংলাদেশের সমান আর একটি তালপট্টি দীপ দিয়ে দেয়া । অথবা সিডরের সময় সাহায্য দেয়ার ওয়াদা করে প্রতারণা করা ।
সর্বশেষ নির্বাচনে প্রকাশ্য একটি স্বাধীন দেশের অভ্যান্তরে সুজাতা সিং এর নগ্ন হস্তক্ষেপ করা সেখান থেকে সুশমা স্বরাজ সব যেন এক মালার পুতিতে আবদ্ধ । কিন্তু আমরা কি শিক্ষা নিতে পেরেছি ।
এবার ক্রিকেটে আসি, এত পরম একটা বন্ধু পাশের দেশ বাংলাদেশ ক্রিকেট খেলে টেস্টে আজ কতটা বছর । অথচ এই বন্ধু আজ পর্যন্ত একটা টেষ্ট ম্যাচ খেলার জন্য তার দেশে আমন্ত্রণ জানায় নি । কেন ?
টেস্ট বাদ দিলাম । বাংলাদেশের অয়ানডে ইতিহাসে ই বা কত বার ভারতে খেলার আমন্ত্রণ করেছে তারা ?
যে ভারতের ৫০ কোটি মানুষ এখনো রাস্তায় টয়লেট করে । তাদের ভাব দেখে মনে হয় ইউরোপের বাপ তারা ।
গত অয়ানডে বিশ্বকাপে কি অন্যায় ভাবেই না বাংলাদেশ কে সেমিফাইনাল থেকে বঞ্চিত করা হল ।
সর্বশেষ বাংলাদেশে এসে অয়ানডে সিরিজ হারার পর । ভারতের আর মাথা ঠিক নেই । যে তাসকিন মুস্তাফিজ রা তাদের এমন নাকানি চুবানি দিল । আইসিসি যেহেতু তাদের হাতের মুঠোয় তাই যে ভাবেই হোক টাইগারদের থামাতে হবেই ।
আগমী কাল অস্ট্রেলিয়ার সাথে খেলা এ হল ক্রিকেটের তিন মোড়লের (ইন্ডিয়া,ইংলান্ড,অস্ট্রেলিয়া)
এক মোড়ল বাংলাদেশ দুই দুই বার খেলার শিডিউল চেঞ্জ করেছিল সুধুমাত্র হেরে যাওয়ার ভয়ে ।
একটা প্রশ্ন যদি করা হয় বাংলাদেশ ওমানের সাথে খেলার সময় তাসকিনকে নিয়ে প্রশ্ন করা হল তা হলে পাকিস্তানের বিরুদ্ধে কেন খেলতে দেয়া হল ? আমার কাছে যে উত্তটি আছে সেটা হল সর্বশেষ খেলায় যেহেতু পাকিস্তানকে বাংলাদেশ হরিয়েছে সে হেতেু এই ম্যাচেও যদি হারাতে পারে তা হলে ভারত এবং অস্ট্রেলিয়ার জন্য বিপদ কিছুটা কমে । সেটা যে হেতু হয় নি কাল (আজ ২১ তারিখ বাংলাদেশের সাথে অস্ট্রলিয়ার এবং ২৩ তারিখে ভারতের সাথে খেলা সুতরং তাদের আতংক তাসকিন সানিকে যে ভাবে হোক সরাতে হবে এবং তারা তাই করলো ।
বাদ থাকলো মুস্তাফিজ ও তো এমনিতেই অসুস্থ খেলতে পারবে কিনা এখনো শিয়র না । তাই ওকে নিয়ে আপতত তাদের মাথা ব্যাথা নেই ।
কিন্তু যে ভাবে ইন্ডিয়ার বেশ কয়েকটি টিভি চ্যানেল তাসকিন আর মুস্তাফিজ কে নিয়ে নতুন এবং পুরোনোে রিপোর্ট নিয়ে আইসিসিকে নালিশ করছে তাতে মুস্তাফিজকে ও হারানোর ভয় হচ্ছে । বাংলাদেশ একন ক্রিটেট বিশ্বে "গরীবের সুন্দরী বউ এর মত সবার কাছেই ভাবি"
গত বিশ্বকাপ থেকে আজকের দিন পর্যন্ত ভারত আইসিসিকে দিয়ে যা করছে এটা ক্রিকেট যু্দ্ধে যুদ্ধাপরাধের সামিল ।
ট্রাইবুনাল করে এর বিচার চাওয়া উচিৎ বলে আমরা মনে করি ।
বাংলাদেশের ৯০% মানুষ আগে থেকেই ভারত দিদ্ধেশি । যে ১০% একটা গোষ্ঠির কারনে যাও ভারতকে পছন্দ করতো সেটাও এই ক্রিকেটের কারনে ভারত হারাবে বলেই আমার কাছে মনে হচ্ছে ।
বিষয়: বিবিধ
১০১১৭ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন