নেপোলিয়নের উক্তি মিথ্যা প্রমাণিত>>শিক্ষিত মা শিক্ষিত জাতী দেয় না

লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ২৬ ডিসেম্বর, ২০১৫, ০৪:৪৯:৪৯ বিকাল



নেপোলিয়ন । ইতিহাসের কালজয়ী এক মহাপুরুষ । একশ দিনের শাষক হিসেবেও বিখ্যাত । ফ্রান্সের সম্রাট ছিলেন। ইতালির রাজা ছিলেন । ফরাসি বিপ্লবের অন্যতম নায়ক । যার নেতৃত্ত্বে ফরাসি সৈনিকরা ইউরোপের অধিকাংশ অঞ্চল নিজেদের আয়ত্তে নিয়ে আসছিলেন ।

নেপোলিয়নের ঐতিহাসিক কথা " আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতী দিব"

১৮১৫ সালে করা তার এ উক্তি ২০১৫ তে এসে মিথ্যা প্রমাণিত হল । মাঝ খানে কেটে গেছে দুই শ বছর ।

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর একমাত্র পূত্র সজিব ওয়াজেদ জয় । আমি ব্যক্তিগত ভাবে তাকে নিয়ে গর্ব করতাম বিদেশের মাটিতে লেখা পড়া জানা বাংলাদেশের ভবিষৎ কর্ণধার হিসেবে । ভাবতাম একদিন মা ও নানার মত দেশের হাল ধরবেন । কিন্তু তিনি এতটাই বিদেশে থেকেছেন যে দেশের ভাষাটাই ভাল করে আয়ত্ত করতে পারেননি । আমি বাংলা ভাষার কথা বলছি পৃথিবীর একমাত্র ভাষা যে ভাষার জন্য সংগ্রাম করে জীবন দিতে হয়েছে ।



তার নানা এবং মায়ের মুখে বাংলাদেশের ইসলাম নিয়ে কখনো প্রকাশ্যে বিদ্দেশ পূর্ণ কথা বলতে শুনিনি কিন্তু তাকে দেখেছি বিভিন্ন সময় কারনে অকারনে বোরখা, ইসলাম , মাদ্রসা নিয়ে কথা বলতে যা এদেশের সাধারণ মানুষ ভাল চোখে দেখেনি ।

তার মা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক শিক্ষিত । অনারস মাস্টার্স পাশ করা একজন মানুষ ই শুধু না । তার অনেক গুলো ডক্টরেট ডিগ্রিও আছে । এমন একজন মানুষের সন্তানের কাছ থেকে গত কাল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কে নিয়ে ভাষায় প্রতিবাদ করেছেন তা মেনে নেয়ার মত না ।

তার শব্দ চয়ন গুলো মার্জিত না । প্রতিবাদ করা জায় । লেখা যায় । অনেক লেখক কলামিষ্ট অনেক ভাবে প্রতিবাদ করেন । সেখান থেকে শেখার আছে । খালেদা জিয়া এদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী । তার মা ( শেখ হাসিনার ) থেকেও ২ বছর ১৩ দিনের বড় । তারা দু্‌ই জন পরষ্পর কথা বলেন এখনো "আপনি" করে কথা বলেন । সেখানে সজিব জয় যখন তঁাকে "তুই" শব্দে কথা বলেন সেটা কারো কাছেই ভাল লাগার মত না ।

খালেদা জিয়া বলেছেন মুক্তিযু্ধ্দের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে । সেটা কি মিথ্যা ?? আর এ জন্য তাকে পাকিস্তান চলে যাওয়ার পরামর্শ দিতে হবে ?

তা হলে আসল সত্য টা আপনারা কেন বলেন না ?

নতুন প্রজন্ম জানতে চায় আসলেই শহীদের প্রকৃত সংখ্যা কত ? স্বাধীনতার ৪৪ বছরেও কেন এই সংখ্যাটা নিয়ে বিতর্ক কেন ?? এখনো মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন । কমান্ডাররা বেঁচে আছেন । দলিল পত্র আছে । তা হলে মিথ্যা তথ্য নিয়ে আমরা কেন বাচবো ?

সাত কোটি মানুষ ছিল তখন । ৩০ লাখ মানুষ মারা গেলে প্রতি শতকে ২১ জন মানুষ মারা যাওয়ার কথা ।আসলেই কি তাই ??

আমরা প্রকৃত সংখ্যা জানতে চাই । আর যারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ত্ব দিবেন তাদের কাছ থেকে সদাচারণ শিখতে চাই ।

বিষয়: বিবিধ

৪৭৬৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355317
২৬ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:১২
295100
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ধন্যবাদ
355328
২৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:১২
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : ভালো লাগল অনেক ধন্যবাদ।
২৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:১২
295101
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
355347
২৬ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ডিগ্রি থাকলেই কি আর শিক্ষিত হওয়া যায়!
২৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:১২
295102
ব্লগার শঙ্খচিল লিখেছেন : Crying Winking
355375
২৭ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৫০
হতভাগা লিখেছেন : খালেদা জিয়া নিজে একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে যুদ্ধাপরাধীদের ফেভারে যেসব কথা এখন বলছেন তাতে উনি উনার প্রয়াত স্বামীকে বদনামের ভাগীদের করছেন এবং নিজেও পঁচে যাচ্ছেন ।

উনি নিজেই এসব গালির পথ করে দিয়েছেন । জিয়ার নামেই বিএনপিকে এখনও মানুষ কিছুটা হলেও পাত্তা দেয় ।

বিএনপির পতনের জন্য খালেদা আর তারেকের এসব বিকৃতপূর্ণ আচরন ও কথাবার্তাই যথেষ্ট ।
২৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৩৪
295264
ব্লগার শঙ্খচিল লিখেছেন : খালেদা জিয়া এবং গয়েশ্বর রায় যে দুটি বিষয়ে বলেছেন (মুক্তিযুদ্ধের শহিদদের সংখ্যা এবং ১৪ ডিসেম্বর পর্যন্ত সেই সব বু্দ্ধিজিবীরা যারা ১৩ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান সরকারের চাকরী করেছেন, বেতন নিয়েছেন, গুনগান গেয়েছেন, ) এটা কি মিথ্যা?? ভাই হতভাগা ??
২৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৫৮
295268
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ভিডিও দুইটা দেখার অনুরোধ থাকলো

শহীদ বুদ্ধিজীবীরা সবাই পাকিস্তানপন্থী সুবিধাবাদী : কাদের সিদ্দিকী https://www.youtube.com/watch?v=uAx70bWuf5w

ভিডিও >> বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্যে এখনো অনড় গয়েশ্বর

https://www.youtube.com/watch?v=mO00xgXC9mE
২৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৯
295275
হতভাগা লিখেছেন : খালেদা ও গয়েশ্বরের কথার কি জবাব বাংলাদেশের মানুষ দেয় সেটা কালকে বিকাল ৫ টার পর আমরা জানতে শুরু করবো।
355383
২৭ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১৭
রোজবাড লিখেছেন : প্রতিক্রিয়া দেখাতে গিয়ে কেউ যখন ভাষা জ্ঞান হারিয়ে ফেলে তখনই তুই তোকারি শুরু করে নিজের সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ ঘটায়। এক্ষেত্রেও তার ব্যাতিক্রম দেখছিনা।
২৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৩৫
295265
ব্লগার শঙ্খচিল লিখেছেন : হু , ঠিক বলেছেন
355416
২৭ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনি কাকে এডুকেটেড বলতেছেন হাছিনাকে?? তাহলে আপনি ভুল করলেন।
২৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৩৫
295266
ব্লগার শঙ্খচিল লিখেছেন : হয়তবা .......

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File