ভিডিও>> মুজাহিদ কাকে হত্যা করেছে জানে না ট্রাইবুনাল নিজেও..তবু ও ফাসির রায়!

লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ২০ নভেম্বর, ২০১৫, ১০:৪৮:৩১ সকাল



মুজাহিদ কাকে হত্যা করেছে জানে না ট্রাইবুনাল নিজেও..তবু ও ফাসির রায়!

অবাক এক বাংলাদেশে বাস করছি । যেখানে প্রতিপক্ষকে রাজনৈতিক বিবেচনায় হত্যা করা যায় । অত্যান্ত ঠান্ডা মাথায় । বিচারিক প্রকৃয়ার মাধ্যমে । জুডিশিয়াল কিলিং ..............

মুজাহিদ কাকে হত্যা করেছে সাংবাদিকরা এটর্ণি জেনারেল মাহবুবে আলমের কাছে জানতে চাইলে দেখুন সরকারের পা চাটা এ চাটুকার কি উত্তর দেয়....




এর আগে আমরা কাদের মোল্লাকে হত্যা করতে দেখলাম । কামারুজ্জামানকে দেখলাম । যাদের নামে ৪২ বছরে কেউ অভিযোগ দায়ের করতে দেখলাম না । যারা তাদের এলাকায় ছিল অত্যন্ত সম্মানের শ্রধ্যার ।

আমার কেন জানি মনে হচ্ছে আ লীগ বাংলাদেশ থেকে আগামি দশ বছরের মধ্যে ইতিহাসের আস্তকুড়ে নিক্ষেপ হবে । যে ভাবে পৃথিবীর অধিকাংশ শ্বৈরসাশকের নাম ইতিহাস থেকে মুছে গিয়ে থাকে........





পুরোনো কিছু ছবি দিলাম যে সব ছবি দেখে বুঝা যায়

সাথে থাকলে সংগি না থাকলে জঙ্গী











বিষয়: বিবিধ

১৫৮৪৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

350505
২০ নভেম্বর ২০১৫ সকাল ১১:২৮
মোঃ আনোয়ার হুসাইন লিখেছেন : চোখের পানি ধরে রাখতে পারলাম না। ইনশাআল্লাহ আমরা মুজাহিদের রক্তের বদলা নেব ইসলামি রাষ্ট্র কায়েমের মাধ্যমে
350506
২০ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩০
জুনাইদ হোসেন সবুজ লিখেছেন : এই শুয়ারটাকে আগে খুন করা উচিত ।
350511
২০ নভেম্বর ২০১৫ দুপুর ০১:০১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওদের সামনে পুর্নিমার চাদ তো তাই ভাবছে এই চাদটি স্থায়ী
ইনশাআল্লাহ আমরা প্রতিটা হত্যার বদলা নিব
২০ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২২
290960
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ব্লগার শঙ্খচিল ভাই অপি বাইদানে ব্লগ করেন
২০ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৮
290964
ব্লগার শঙ্খচিল লিখেছেন : <:-P
350532
২০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কোন প্রমানই তারা করতে পারবে না। যা করবে গায়ের জোরে।
350540
২০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
মোঃ আবু তাহের লিখেছেন : এসবই আগামীদিনের জন্য নজির হয়ে থাকবে আর ফৌজদারী অপরাধের বিচারের কোন নির্দিষ্ট সময় নাই, অতএব আমরা ইতিহাসের শেষ দেখার অপেক্ষায় থাকলাম।

আল্লাহ এই সব অসহায় ভাইদেরকে হেফাজত করুন এই দোয়াই করছি।
350560
২০ নভেম্বর ২০১৫ রাত ০৮:৪০
শেখের পোলা লিখেছেন : মোদ্দা কথা চিহ্নিত ইসলামী ব্যাক্তিত্বগুলোকে শেষ করতে হবে৷ অজুহাত না থাকলে বানানো হবে৷ অতএব, সামান্য হেঁসে নিক--------৷
350571
২০ নভেম্বর ২০১৫ রাত ১০:০৮
কে বা কারা লিখেছেন : শোনেন ভাই, বর্তমানে বিচার ব্যবস্থা পূর্ণ স্বাধীন। যেমন স্বাধীন পুলিশ। হাসিনার খায়েশ পূরণের জন্য যা খুশি তাই করবে তারা। তবে আমরা তরুণ প্রজন্ম আছি। ইনশাআল্লাহ এর পরিণাম দেখবো।
350573
২০ নভেম্বর ২০১৫ রাত ১০:২১
রক্তলাল লিখেছেন : হাসিনার বাপ দিনের পর দিন মিটিং করছিল ইয়াহইয়ার সাথে।
যে নির্বাচন বর্জন করছিলেন ভাসানী - সেই নির্বাচনের ফল নিয়ে দর কষাকষি করছিল।

পিশাচের জাতের মানুষ খুন করতে বিচার, প্রমাণ লাগে না।
তাই ওরা রাস্তা ঘাটে গনপিটুনী খেয়ে মরতে হয় গাদ্দাফির মত।
350576
২০ নভেম্বর ২০১৫ রাত ১০:৪৩
শরাফতুল্লাহ লিখেছেন : ইতিহাস সাক্ষী দেয়, ফাঁসির রশি থেকেই যায় শুধু পাল্টায় তার আদেশদাতা আর ঝুলন্ত ব্যাক্তি ।

ইনশাআল্লাহ্‌ সেই দিনের অপেক্ষায় যেদিন ফাঁসির রশির সঠিক ব্যাবহার হবে আর এই নর্দমার কীটগুলি ওখানে ঝুলবে ।
১০
350622
২১ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৫৫
মেঘবালক লিখেছেন : সুন্দর পোষ্ট। ধন্যবাদ। কিন্তু ভিডিও দেখা যাচ্ছে না যদি আবার লিংকটা দিতেন তাহলে ভালো হইত। সাথেই আছি
২১ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:১৮
291093
ব্লগার শঙ্খচিল লিখেছেন : https://www.youtube.com/watch?v=e6xvTE73q1k
২১ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:১৯
291094
ব্লগার শঙ্খচিল লিখেছেন : https://www.youtube.com/watch?v=e6xvTE73q1k এই লিংক কপি করে আপনি অন্য কোথা্ও নিয়ে দেখতে পারেন ।
২২ নভেম্বর ২০১৫ সকাল ১০:২১
291149
মেঘবালক লিখেছেন : ধন্যবাদ।
১১
350662
২১ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:৫১
বার্তা কেন্দ্র লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File