ভিডিও>> মুজাহিদ কাকে হত্যা করেছে জানে না ট্রাইবুনাল নিজেও..তবু ও ফাসির রায়!
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ২০ নভেম্বর, ২০১৫, ১০:৪৮:৩১ সকাল
মুজাহিদ কাকে হত্যা করেছে জানে না ট্রাইবুনাল নিজেও..তবু ও ফাসির রায়!
অবাক এক বাংলাদেশে বাস করছি । যেখানে প্রতিপক্ষকে রাজনৈতিক বিবেচনায় হত্যা করা যায় । অত্যান্ত ঠান্ডা মাথায় । বিচারিক প্রকৃয়ার মাধ্যমে । জুডিশিয়াল কিলিং ..............
মুজাহিদ কাকে হত্যা করেছে সাংবাদিকরা এটর্ণি জেনারেল মাহবুবে আলমের কাছে জানতে চাইলে দেখুন সরকারের পা চাটা এ চাটুকার কি উত্তর দেয়....
এর আগে আমরা কাদের মোল্লাকে হত্যা করতে দেখলাম । কামারুজ্জামানকে দেখলাম । যাদের নামে ৪২ বছরে কেউ অভিযোগ দায়ের করতে দেখলাম না । যারা তাদের এলাকায় ছিল অত্যন্ত সম্মানের শ্রধ্যার ।
আমার কেন জানি মনে হচ্ছে আ লীগ বাংলাদেশ থেকে আগামি দশ বছরের মধ্যে ইতিহাসের আস্তকুড়ে নিক্ষেপ হবে । যে ভাবে পৃথিবীর অধিকাংশ শ্বৈরসাশকের নাম ইতিহাস থেকে মুছে গিয়ে থাকে........
পুরোনো কিছু ছবি দিলাম যে সব ছবি দেখে বুঝা যায়
সাথে থাকলে সংগি না থাকলে জঙ্গী
বিষয়: বিবিধ
১৫৮৪৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইনশাআল্লাহ আমরা প্রতিটা হত্যার বদলা নিব
আল্লাহ এই সব অসহায় ভাইদেরকে হেফাজত করুন এই দোয়াই করছি।
যে নির্বাচন বর্জন করছিলেন ভাসানী - সেই নির্বাচনের ফল নিয়ে দর কষাকষি করছিল।
পিশাচের জাতের মানুষ খুন করতে বিচার, প্রমাণ লাগে না।
তাই ওরা রাস্তা ঘাটে গনপিটুনী খেয়ে মরতে হয় গাদ্দাফির মত।
ইনশাআল্লাহ্ সেই দিনের অপেক্ষায় যেদিন ফাঁসির রশির সঠিক ব্যাবহার হবে আর এই নর্দমার কীটগুলি ওখানে ঝুলবে ।
মন্তব্য করতে লগইন করুন