মিয়ানমারে গণতন্ত্রের বিজয়, বাংলাদেশে কবে
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ০৯ নভেম্বর, ২০১৫, ০৬:২১:২৮ সন্ধ্যা
মিয়ানমারের পার্লামেন্ট নির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল (এনএলডির কাছে পরাজয় মেনে নিয়েছে ক্ষমতাসীন সেনা সমর্থিত ইউনিয়ন অ্যান্ড সলিডারিটি পার্টি (ইউএসডিপি)। সোমবার ইউএসডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতাই উউ পরাজয় স্বীকার করেন। ফলে দেশটিতে পাঁচ দশকের বেশি সময় ধরে চলা সেনা শাসনের অবসান ঘটলো। একই সঙ্গে দেশটিতে সু চির নেতৃত্বে গণতন্ত্রের নবযাত্রা শুরু হলো। খবর দ্য গার্ডিয়ান ও রয়টার্স।
পরাজয় স্বীকার করেছে ক্ষমতাসীন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতাই উউ। ২৫ বছর পর সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম অবাধ নির্বাচনের চূড়ান্ত ফলও তিনি মেনে নেবেন বলে জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট থেইন সেইন এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য্ মিয়ানমারের সামরিক জান্তা বিগত ৫০ বছর ধরে জোর করে ক্ষমতায় রেয়েছে....
সাবেক বার্মা আমাদের প্রতিবেশি দেশ হিসেবে বাংলাদেশেও অনেক প্রভাব ফেলে সেখানকার রাজনিতী এবং পরিবেশ ।
২০০৬ সালে বাংলাদেশে নির্বাচিত বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পরে অবৈধ ভাবে দুই বছর রাষ্ট্রকে চেপে ধরেছিল শেখ হাসিনার "আন্দোলনের ফসল" মইন ফখরুদ্দীনের কেয়ারটেকার । তাদের ঘন ঘন ভারত সফর, রহস্যময় লাল ঘোড়া, সাদা ঘোড়া উপহার এবং দেশ বিরোধী অসংখ গোপন চুক্তি । যা ভাবিয়ে তুলেছিল এদেশের ছাত্র , যুবক আম জনতাকে ।
বিদ্রোহের দাবানল জ্বলে উঠে বিশ্ববিদ্যালয় গুলোতে সেনা শাসনের বিরুদ্ধে । এক পর্যায় প্রহসনের নির্বাচন দিয়ে কেটে পড়ে তারা । আ,লীগের হাতে ক্ষমতা তুলে দিয়ে পালিয়ে যায় দেশ থেকে ।
আর তার পর থেকে জগদ্দল পাথরের মত বাংলাদেশের ভাগ্যকাশে অন্ধকার হয়ে চেপে আছে বর্তমান সরকার । ৫৫ হাজার বর্গমাইলের বাংলায় কোথাও আজ কারো জন্য নিরাপদ স্থান নেই । বেড রুম থেকে মায়ের গর্ভ । লোকালয় থেকে শ্মশান । মসজিদ থেকে মন্দির । কে নিরাপদ কোথায় তা কেউ বলতে পারেনা ।
প্রতিদিন মানুষ খুন হচ্ছে । মানুষের কন্ঠে আজ প্রতিধ্বনিত হচ্ছে
"এই মৃত্যু উপত্যাকা আমার দেশ না
এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না
এই বিস্তির্ণ শ্মশান আমার দেশ না
এই রক্তস্নাত কসাই খানা আমার দেশ না "
গণতন্ত্রের নামে শৈরতান্ত্রিকতা আমরা চাই না । নির্বাচনের নামে বিনা ভোটের এমপি আমরা চাই না । আমরা সেই বাংলাদেশ চাই যেখানে " আগে কি সুন্দর দিন কাটাইতাম............
বিষয়: বিবিধ
২০২২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন