"কালকে ছিল বইন, আজকে হল মা, পুতুল আপা সেইফ থাইকেন বলা তাে যায় না......।"
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ০৪ নভেম্বর, ২০১৫, ০৪:৫২:৩১ বিকাল
বিএনপির সঙ্গে আমার মিলন হবে না। কারণ তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর দিনেও জন্মদিন পালন করতে উৎসাহবোধ করেন। আর এ দেশের যুবকরা যৌবনকালে নারীর সঙ্গে প্রেম করে, আমি কিন্তু কোনো নারীর সঙ্গে প্রেম করিনি। আমার ভালোবাসা মূলত বঙ্গবন্ধুর সঙ্গে। আর সেই ভালোবাসা থেকে আমি দেশকে ভালোবাসতে শিখেছি। এ জন্যই আমি আজকে টকশোতে এসে এতো কথা বলতে পারি।
সোমবার রাতে খালেদ মহিউদ্দিনের উপস্থাপনায় ইনডিপেনডেন্ট টেলিভিশনে ‘আজকের বাংলাদেশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী (বীর উত্তম)।
উপস্থাপকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন "জামায়াতের সাথে তিনি এক সাথে জান্নাতেও জেতে চান না" ! সে যে জান্নাতে জাবে এই সার্টিফিকেট তাকে কে দিয়েছে । বড় ভাইটা তো নাস্তিক । তার অতীতও (ধর্মীয় ভাবে যে কতটা ভাল তা সবাই জানে । মরা মানুয়ের কাছে শত শত চিঠি লেখা তার কোন বিশ্বাসের মধ্যে পড়ে !
কাদের সিদ্দিকী আরো বলেন, আমার সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনেক কথা হয়েছে। তিনি (খালেদা জিয়া) আমাকে সম্মান করেন, আমিও তাকে সম্মান করি। অনেকে মনে করতে পারেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসম্মান করি। আসলে আমি তাকে (শেখ হাসিনা) মায়ের মত সম্মান করি।
এর অনেক আগে তার একটা কলামে পড়েছিলাম তিনি লিখেেছন যে, শেখ হাসিনাকে তিনি "হাসু আপা বলে ডাকতেন । আর তার হাসু আপা তার কাছে বিভিন্ন সময়ে চিঠি লিখেছেন । অনেক গুলো চিঠি যার কিছু স্কান করা কপি আমরা প্রিন্ট মিডিয়ার কারনে দেখতে পেরেছি । সে সব চিঠিতে হাসু আপা তাকে "বাঘা" বলে ডাকতেন ।
এক সময়ে যাকে আপা ডাকতেন আজ তাকে মা বলেন । আমাদের পুতুল আপা (প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে) এখন অনেক বড় । কোন দিন আবার "বোন, মা থেকে শাশুরী বলে ডাকেন "হাসু আপাকে তার বিশ্বাস নেই" আমার এই বিশ্বাস না থাকার পিছনে তার আর একটা কথা ওই টকশোতেই তিনি বলেছেন তিনি সব বিষয়ে ভাল থাকতে চান না কিছু কিছু বিষয়ে তিনি খু্ব খারাপ থাকতে চান । কে জানে কার মনের মধ্যে কি আছে । বাংলাদেশের মানুষ রাজনিতীবিধদের খুব একটা বিশ্বাস করেন না । তার কারন তাদের শেষ কথা বলতে নাকি কিছু নাই ।
একটা গল্পদিয়ে লেখাটা শেষ করি , তখন যাত্রাবাড়ী থাকি । পাশের ফ্লাটের দম্পত্তির একমাত্র মেয়ে যখন ক্লাস ফোরে পড়ে তখন এক হাউজটিউটর বাচ্চার মাকে আপা ডাকতো । ৫ বছর পর বেড়াতে এসে দেখে তার সেই ছাত্রী নবম শ্র্রেণীর ছাত্রী এত সুন্দর দেখতে মাসাআল্লাহ । ভোল পাল্টে টিউটর আপাকে আন্টি ডাক শুরু করলো । আপা তার মতলব বুঝে বললেন কি ব্যাপার তুমি আধা ঘন্টা আগেও আসার আগে আমাকে ফোন করে আপা বললে বাসায় আসার পর “আন্টি” কি ব্যাপার?
তার উত্তর ছিল এমন “পাচ বছর পর আসছি ভুলে গেছি”
কাদের সিদ্দিকী বাঘা কাদের । তিনি এমন ভুল করবেন বলে আশা করি না । তার কাছ থেকে জাতি এখনো অনেক কিছু আশা করে…………………..
বিষয়: বিবিধ
১৯৪০৯ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
বিনোদিত হলুম
জাযাকিল্লাহ...
দু'এক টা ভালো কথা মাঝে-মধ্যে বলে-কয়ে টাইমলাইনে আসতে চায় কাদের সিদ্দিকী!
দাম্ভিকতার কারণে অন্তর থেকে একটা ঘৃণা থাকে সব সময়ই!
ধর্মীয় দু'এক কথা বলে সাধু সাজতে চায়!
ব্যাটা বকধার্মিক!!
মন্তব্য করতে লগইন করুন