ভিডিও>> মোনাজাতে ইমাম বললেন "আল্লাহ তুমি আ: গাফ্ফার কে গোলাম আজম বানিয়ে দাও"
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ০৬ জুলাই, ২০১৫, ১১:০৫:৪২ রাত
আ: গাফফার চৌধুরী সংক্ষেপে আগা চৌধুরী ! সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিতর্কিত ব্যাক্তি । বিতর্কিত এর আগেও ছিলেন তিনি , সেটা শেখ মুজিবের আমলে যখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ছোট বোন রেহানাকে একা পেয়ে জাড়িয়ে ধরার অপরাধে জুতাপেটা করেছিল শেখ কামাল ।(সুত্র প্রথম সরকারের ইতিকথা __এম আর আক্তার মুকুল। [পৃষ্টা ১১৫] )
আমি তারও আগে থেকে তাকে চিনি সেটা তার লেখা “ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী” গান যেটা সুর করেছেন আলতাফ মাহমুদ । কিন্তু সন্দেহের জায়গাটা হল অন্য যায়গায় । ঐতিহাসিক এই গানটি লেখার আগেও তিনি কোন কবিতা বা গান লেখেন নি এর পরেও তার কোন গান বা কবিতা খুজেঁ পাওয়া জায় না । তাহলে প্রশ্ন হল অলেৌকিক ভাবে এমন একটা গান ৫২ তে লিখে ফেললেন ! নাকি ”মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি”/ “পূর্ব দিগন্তে সূর্য উঠেছে , রক্ত লাল, রক্ত লাল , রক্ত লাল” কাল জয়ী এমন গান যার হাত দিয়ে আসছে সেই শ্রদ্ধেয় গোবিন্দ হালদারের লেখা চুরি করে…………….! ,
যাই হোক চুরি বিদ্যাও বা কম কিসে যদি না পড়ে ধরা ! মীর জাফর ইকবাল স্যার তো বিদেশি বহু কার্টুন ম্যাগাজিন থেকে অনুবাদ করে নিজের নাম দিয়ে চালিয়ে দিয়ে আজ বিজ্ঞান মনস্ক লেখক ! তার ভক্তের সংখাওতো কম না । আমরা যারা ইসলামপন্থিদের সাপোর্ট করি তাদের না আছে নিজের লেখার মান না আছে চুরি করার অভিঙ্গতা !
শিরোনামের বিষয়ে আসি , যুক্তরাষ্ট্রে একটা অনুষ্ঠানে সম্মাননা নিতে গিয়ে এমন বক্তব্য দিলেন শেখ রেহানাকে জড়িয়ে ধরে সেই যে লন্ডন পাড়ি দিয়ে দীর্ঘকাল তার যে অপকর্ম ধামাচাপা পড়েছিল নতুন একটা ইমেজ তৈরি করেছিলেন এক বক্তব্য সব শেষ । দেশে দেশের বাহিরে সব জায়গায় অপমানিত ।কোন ব্যক্তি যখন মিথ্যা, পাপ, অন্যায় করে যখন চূড়ান্ত সীমা অতিক্রম করে তখন আ্ল্লাহ তায়ালা ধপাস করে নিচে নামিয়ে আনেন তাদের ই কৃতকর্মের দ্বারা । তা না হলে রাজনীতিতে বেয়াদপ হিসেবে পরিচিতি লতিফ সিদ্দীকি কেনইবা এমন বেফাঁস মন্তব্য করে বসবেন । আগা চৌধুরী যুক্তরাষ্ট্রে বসে একের পর এক বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের নিয়ে যে ভাবে মিথ্যা তথ্যদিয়ে কিছু হলুদ মিডিয়ার মাধ্যমে চরিত্র হরণ করতো তার পাপের ফল হিসেবেই এমন বক্তব্য বের হয়ে আসছে ।
তার ১২ মিনিটের বক্তব্যর ভিডিওটাতে অনেক কথাই বলেছেন সেটা আপনারা সবাই পড়ছেন কতটা জঘন্য ইসলামের বিরুদ্ধে…………. ওই ভিডিওটার শেষের দিকে তিনি তার স্মৃতি চারণ করে বলেন তার এলাকার একটি মসজিদে গেলেন নামাজ পড়তে তাকে নিয়ে মসজিদের ইমাম মোনাজতে ধরে বললেন আল্লাহ তাকে যেন গোলাম আজম বানিয়ে দেন……….. ইমামরা কতটা খারাপ বলেও তিনি বিষ্ময় প্রকাশ করেন………..
বিষয়: বিবিধ
৪৬৪০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সহমত
কুত্তার বাপ, বিলাইয়ের বাপ, গাধার বাপ, বরকির বাপ....... এসব ছাড়া আল্লার মুমিনরা আর কোন নাম খুঁজে পায় না?
মন্তব্য করতে লগইন করুন