ভিডিও>> মোনাজাতে ইমাম বললেন "আল্লাহ তুমি আ: গাফ্ফার কে গোলাম আজম বানিয়ে দাও"

লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ০৬ জুলাই, ২০১৫, ১১:০৫:৪২ রাত



আ: গাফফার চৌধুরী সংক্ষেপে আগা চৌধুরী ! সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিতর্কিত ব্যাক্তি । বিতর্কিত এর আগেও ছিলেন তিনি , সেটা শেখ মুজিবের আমলে যখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ছোট বোন রেহানাকে একা পেয়ে জাড়িয়ে ধরার অপরাধে জুতাপেটা করেছিল শেখ কামাল ।(সুত্র প্রথম সরকারের ইতিকথা __এম আর আক্তার মুকুল। [পৃষ্টা ১১৫] )

আমি তারও আগে থেকে তাকে চিনি সেটা তার লেখা “ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী” গান যেটা সুর করেছেন আলতাফ মাহমুদ । কিন্তু সন্দেহের জায়গাটা হল অন্য যায়গায় । ঐতিহাসিক এই গানটি লেখার আগেও তিনি কোন কবিতা বা গান লেখেন নি এর পরেও তার কোন গান বা কবিতা খুজেঁ পাওয়া জায় না । তাহলে প্রশ্ন হল অলেৌকিক ভাবে এমন একটা গান ৫২ তে লিখে ফেললেন ! নাকি ”মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি”/ “পূর্ব দিগন্তে সূর্য উঠেছে , রক্ত লাল, রক্ত লাল , রক্ত লাল” কাল জয়ী এমন গান যার হাত দিয়ে আসছে সেই শ্রদ্ধেয় গোবিন্দ হালদারের লেখা চুরি করে…………….! ,

যাই হোক চুরি বিদ্যাও বা কম কিসে যদি না পড়ে ধরা ! মীর জাফর ইকবাল স্যার তো বিদেশি বহু কার্টুন ম্যাগাজিন থেকে অনুবাদ করে নিজের নাম দিয়ে চালিয়ে দিয়ে আজ বিজ্ঞান মনস্ক লেখক ! তার ভক্তের সংখাওতো কম না । আমরা যারা ইসলামপন্থিদের সাপোর্ট করি তাদের না আছে নিজের লেখার মান না আছে চুরি করার অভিঙ্গতা !

শিরোনামের বিষয়ে আসি , যুক্তরাষ্ট্রে একটা অনুষ্ঠানে সম্মাননা নিতে গিয়ে এমন বক্তব্য দিলেন শেখ রেহানাকে জড়িয়ে ধরে সেই যে লন্ডন পাড়ি দিয়ে দীর্ঘকাল তার যে অপকর্ম ধামাচাপা পড়েছিল নতুন একটা ইমেজ তৈরি করেছিলেন এক বক্তব্য সব শেষ । দেশে দেশের বাহিরে সব জায়গায় অপমানিত ।কোন ব্যক্তি যখন মিথ্যা, পাপ, অন্যায় করে যখন চূড়ান্ত সীমা অতিক্রম করে তখন আ্ল্লাহ তায়ালা ধপাস করে নিচে নামিয়ে আনেন তাদের ই কৃতকর্মের দ্বারা । তা না হলে রাজনীতিতে বেয়াদপ হিসেবে পরিচিতি লতিফ সিদ্দীকি কেনইবা এমন বেফাঁস মন্তব্য করে বসবেন । আগা চৌধুরী যুক্তরাষ্ট্রে বসে একের পর এক বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের নিয়ে যে ভাবে মিথ্যা তথ্যদিয়ে কিছু হলুদ মিডিয়ার মাধ্যমে চরিত্র হরণ করতো তার পাপের ফল হিসেবেই এমন বক্তব্য বের হয়ে আসছে ।

তার ১২ মিনিটের বক্তব্যর ভিডিওটাতে অনেক কথাই বলেছেন সেটা আপনারা সবাই পড়ছেন কতটা জঘন্য ইসলামের বিরুদ্ধে…………. ওই ভিডিওটার শেষের দিকে তিনি তার স্মৃতি চারণ করে বলেন তার এলাকার একটি মসজিদে গেলেন নামাজ পড়তে তাকে নিয়ে মসজিদের ইমাম মোনাজতে ধরে বললেন আল্লাহ তাকে যেন গোলাম আজম বানিয়ে দেন……….. ইমামরা কতটা খারাপ বলেও তিনি বিষ্ময় প্রকাশ করেন………..

বিষয়: বিবিধ

৪৬৪০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328907
০৬ জুলাই ২০১৫ রাত ১১:৩৮
আবু জান্নাত লিখেছেন : কোন ব্যক্তি যখন মিথ্যা, পাপ, অন্যায় করে যখন চূড়ান্ত সীমা অতিক্রম করে তখন আ্ল্লাহ তায়ালা ধপাস করে নিচে নামিয়ে আনেন তাদের ই কৃতকর্মের দ্বারা
সহমত
০৭ জুলাই ২০১৫ রাত ০১:০৮
271167
ব্লগার শঙ্খচিল লিখেছেন : Talk to the hand
328924
০৭ জুলাই ২০১৫ রাত ০১:৩২
অপি বাইদান লিখেছেন : গাফ্ফার আংকেলের দোষ কি!

কুত্তার বাপ, বিলাইয়ের বাপ, গাধার বাপ, বরকির বাপ....... এসব ছাড়া আল্লার মুমিনরা আর কোন নাম খুঁজে পায় না?
০৭ জুলাই ২০১৫ সকাল ০৭:২০
271184
ছালসাবিল লিখেছেন : ডারলিং Love Struck Love Struck তুমি কিসের মা হবে Tongue ইশশশশলে আমার যে কি হপে Tongue Love Struck Love Struck
০৭ জুলাই ২০১৫ সকাল ১০:৩০
271200
ব্লগার শঙ্খচিল লিখেছেন : নীলাঞ্জনা এখন আবার অপি বাইদান ! কত রুপ দেখাবা আর ?
328931
০৭ জুলাই ২০১৫ রাত ০১:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ জুলাই ২০১৫ সকাল ১০:৩১
271201
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ধন্যবাদ আপনাকেও.....
328946
০৭ জুলাই ২০১৫ সকাল ০৭:২০
ছালসাবিল লিখেছেন : এরা সত্যি একসময় ধপাস করে পড়ে মরে যাবে Unlucky Unlucky
০৭ জুলাই ২০১৫ সকাল ১০:৩১
271202
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ঠিক বলেছেন
328965
০৭ জুলাই ২০১৫ দুপুর ১২:২৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল, ধন্যবাদ ।
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:৫৮
271413
ব্লগার শঙ্খচিল লিখেছেন : Happy>-
328980
০৭ জুলাই ২০১৫ দুপুর ০২:১২
egypt12 লিখেছেন : আল্লাহ উত্তম বিচারক
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:৫৮
271412
ব্লগার শঙ্খচিল লিখেছেন : Good Luck
329093
০৮ জুলাই ২০১৫ সকাল ০৬:৪৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ময়লা আবর্জনা সব যেন আম্লীগে যুক্ত!!! ছিঃছিঃ
০৮ জুলাই ২০১৫ দুপুর ১২:৫৭
271411
ব্লগার শঙ্খচিল লিখেছেন : Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File