তামিম,মুশফিক,মাহমুদুল্লাহ অসুস্থ ; মাশরাফিকে গাড়ি দিয়ে চাপা দেয়ার চেস্টা ! পরিকল্পিত নয় তো ??
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ০৫ জুন, ২০১৫, ০৪:৩১:৩৪ বিকাল
সদ্য সমাপ্ত বিশ্বকাপে আগুন ঝড়ানো পারফর্মেন্স বাংলাদেশের । যা বাংলাদেশ ক্রিকেট কে নিয়ে গেছে এক অনন্ন উচ্চতায় । প্রথম বারের মত সেমিফাইনালে যোগ্য দল হিসেবেও খেলতে পারতো তারা । কিন্তু ভারতের নোংরামির কারনে সেটা আর হয়ে উঠেনি । েস নিয়ে পানি ঘোলা কম হয় নি আমাদের দেশে এবং ক্রিকেট বিশ্বে । তার পর কেটে গেছে অনেক দিন ।
পাকিস্তান খেলতে আসলো আমাদের দেশে । প্রথম বারের মত নাকানি চুবানি খেল টাইগার দের হাতে । হোয়াইট ওয়াশ ! শব্দটা ওয়াক্সফোর্ড ডিকশোনারিতে "বাংলাওয়াশ" হিসেবেও যুক্ত হচ্ছে খুব শিঘ্রই । পাকিস্তানের এ অবস্থা দেখে মরন চিন্তায় পড়ে গেল "নপুংশুক" ভারত । প্রথম শুরু হল তারা খেলবে না , বা আসবেনা খেলতে , প্রয়োজনে জরিমানা দিবে বিসিবিকে ।
তার পর কি মনে করে বললো আসবে । মদি , মমতা , শ্রেয়া ঘোষ আর রোহিত , ধনি , কোহলী এক দিনেই আসবে । সেখান থেকে আগ পিছ হল ।
কিন্তু আমি সহ গোটা জাতী অবাক হলাম এক এক করে জাতীয় দলের এক এক জন অসুস্থ হতে থাকলো , সাকিব দিয়ে শুরু হল , সাকিব আইপিএলে খেলে থাকে । অনেক টাকা ইনকাম করে ইন্ডিয়া থেকে । তার মনে কি আছে সেটা সেই ভাল জানে । এর পর মুশফিক , গতকাল শুনলাম মাহমুদুল্লার কথা আজ শুনছি তামিমের কথা ।
তার থেকে ও ভয়ানক ব্যাপারটি ঘটলো মাশরাফির বেলায় । এই একটি মাত্র ছেলে কি পরিমান দেশ প্রেমিক তা আমরা সবাই জানি ।
মাশরাফির দুটি গাড়ি ব্যাক্তিগত । একটি ব্রেক নস্ট আর অন্যটি তার একমাত্র মেয়ে মাইশা স্কুলে নেয়ায় মিরপুর ১১ এর বাসা থেকে একটি রিক্সা নিয়েই আর দশ জন সাধারণ মানুষের মতই আসছিলেন । বিচক্ষণ এ টাইগার দলপতি আগে থেকেই পিছনের গাড়িটির গতিবিধি লক্ষ করছিলেন । তার কাছে মনে হল অবস্থা খারাপ , কাছে আসতেই লাফ দিলেন , বেঁচে গেলেন কোন রকম দুই হাঁটু দুই কনুইর মাসেল উঠে গেল । খেলতে পারবেন কিনা সেটা নিয়েই আসংকা ছিল , তার পরেও তিনি বললেন "খেলবেন"
মাশরাফির অনুরোধে পুলিশ গাড়ি চারককে ছেড়ে দিলেও আমার কেন জানি মনে হচ্ছে এত গুলো ক্রিকেটার একসাথে এভাবে অসুস্থতা কোন স্বাভাবিক লক্ষণ নয় । ইন্ডিয়া পারেনা এমন কোন কাজ নাই ( শয়তানি কাজের কথা বলছি )
বিষয়: বিবিধ
৫৬৩২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন