তামিম,মুশফিক,মাহমুদুল্লাহ অসুস্থ ; মাশরাফিকে গাড়ি দিয়ে চাপা দেয়ার চেস্টা ! পরিকল্পিত নয় তো ??

লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ০৫ জুন, ২০১৫, ০৪:৩১:৩৪ বিকাল



সদ্য সমাপ্ত বিশ্বকাপে আগুন ঝড়ানো পারফর্মেন্স বাংলাদেশের । যা বাংলাদেশ ক্রিকেট কে নিয়ে গেছে এক অনন্ন উচ্চতায় । প্রথম বারের মত সেমিফাইনালে যোগ্য দল হিসেবেও খেলতে পারতো তারা । কিন্তু ভারতের নোংরামির কারনে সেটা আর হয়ে উঠেনি । েস নিয়ে পানি ঘোলা কম হয় নি আমাদের দেশে এবং ক্রিকেট বিশ্বে । তার পর কেটে গেছে অনেক দিন ।

পাকিস্তান খেলতে আসলো আমাদের দেশে । প্রথম বারের মত নাকানি চুবানি খেল টাইগার দের হাতে । হোয়াইট ওয়াশ ! শব্দটা ওয়াক্সফোর্ড ডিকশোনারিতে "বাংলাওয়াশ" হিসেবেও যুক্ত হচ্ছে খুব শিঘ্রই । পাকিস্তানের এ অবস্থা দেখে মরন চিন্তায় পড়ে গেল "নপুংশুক" ভারত । প্রথম শুরু হল তারা খেলবে না , বা আসবেনা খেলতে , প্রয়োজনে জরিমানা দিবে বিসিবিকে ।

তার পর কি মনে করে বললো আসবে । মদি , মমতা , শ্রেয়া ঘোষ আর রোহিত , ধনি , কোহলী এক দিনেই আসবে । সেখান থেকে আগ পিছ হল ।



কিন্তু আমি সহ গোটা জাতী অবাক হলাম এক এক করে জাতীয় দলের এক এক জন অসুস্থ হতে থাকলো , সাকিব দিয়ে শুরু হল , সাকিব আইপিএলে খেলে থাকে । অনেক টাকা ইনকাম করে ইন্ডিয়া থেকে । তার মনে কি আছে সেটা সেই ভাল জানে । এর পর মুশফিক , গতকাল শুনলাম মাহমুদুল্লার কথা আজ শুনছি তামিমের কথা ।



তার থেকে ও ভয়ানক ব্যাপারটি ঘটলো মাশরাফির বেলায় । এই একটি মাত্র ছেলে কি পরিমান দেশ প্রেমিক তা আমরা সবাই জানি ।

মাশরাফির দুটি গাড়ি ব্যাক্তিগত । একটি ব্রেক নস্ট আর অন্যটি তার একমাত্র মেয়ে মাইশা স্কুলে নেয়ায় মিরপুর ১১ এর বাসা থেকে একটি রিক্সা নিয়েই আর দশ জন সাধারণ মানুষের মতই আসছিলেন । বিচক্ষণ এ টাইগার দলপতি আগে থেকেই পিছনের গাড়িটির গতিবিধি লক্ষ করছিলেন । তার কাছে মনে হল অবস্থা খারাপ , কাছে আসতেই লাফ দিলেন , বেঁচে গেলেন কোন রকম দুই হাঁটু দুই কনুইর মাসেল উঠে গেল । খেলতে পারবেন কিনা সেটা নিয়েই আসংকা ছিল , তার পরেও তিনি বললেন "খেলবেন"



মাশরাফির অনুরোধে পুলিশ গাড়ি চারককে ছেড়ে দিলেও আমার কেন জানি মনে হচ্ছে এত গুলো ক্রিকেটার একসাথে এভাবে অসুস্থতা কোন স্বাভাবিক লক্ষণ নয় । ইন্ডিয়া পারেনা এমন কোন কাজ নাই ( শয়তানি কাজের কথা বলছি )

বিষয়: বিবিধ

৫৬৩২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324845
০৫ জুন ২০১৫ বিকাল ০৫:৩৫
বার্তা কেন্দ্র লিখেছেন : আ'লীগের মত খালি ফিল্ডে গোল তো রেন্ডিয়া জিততে পারবে না তাই!অবশ্য খালি ফিল্ডে গোল দেয়াটা রেন্ডিয়াই শিখাইছে। বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের মত আর কি?
০৬ জুন ২০১৫ রাত ১২:৩৪
266926
ব্লগার শঙ্খচিল লিখেছেন : Crying
324846
০৫ জুন ২০১৫ বিকাল ০৫:৪৩
এ,এস,ওসমান লিখেছেন : দেখি কি হয়। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারক।
০৬ জুন ২০১৫ রাত ১২:৩৫
266927
ব্লগার শঙ্খচিল লিখেছেন : নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারক।
324873
০৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসলেই সে রকম মনে হচ্ছে।
০৬ জুন ২০১৫ রাত ১২:৩৬
266930
ব্লগার শঙ্খচিল লিখেছেন : Worried
324880
০৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
ছালসাবিল লিখেছেন : গুড পয়েন্ট Loser
০৬ জুন ২০১৫ রাত ১২:৩৫
266928
ব্লগার শঙ্খচিল লিখেছেন : Rolling on the Floor Praying
324915
০৫ জুন ২০১৫ রাত ১০:০৪
রাজ্পুত্র লিখেছেন : খুব ভাল একটা জিনিস পয়েন্ট আউট করেছেন। এভাবে তুলে না ধরলে জানাই যেত না। তবে সময়ই বলে দেবে আসল ঘটনা কি?
০৬ জুন ২০১৫ রাত ১২:৩৫
266929
ব্লগার শঙ্খচিল লিখেছেন : সময়ই বলে দেবে আসল ঘটনা কি?Talk to the hand
324953
০৬ জুন ২০১৫ সকাল ০৭:২৮
অবাক মুসাফীর লিখেছেন : Highly suspecious...!
০৬ জুন ২০১৫ সকাল ১০:১৪
266973
ব্লগার শঙ্খচিল লিখেছেন : Winking)
325215
১১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
আবু জারীর লিখেছেন : ইন্ডিয়া যখন খেলছে তখন বংলাদেশ পাকিস্তান শ্রীলংকার উচিৎ তাদেরকে ওয়াক ওভার দেয়া। যদি না দেয় তাহলে পাকিস্তানে যেমন কেউ খেলতে আসেনা তেমনি ভিবষ্যতে বাংলাদেশ শ্রীলংকায়ও আসবেনা। এতল্লাটে ভারতের সামনে কেউ মাতুব্বরি করতে এলে তাকে আর ঠ্যাং নিয়ে বাড়ি ফিরতে দেয়া হবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File