"আজ আমার প্রথম পিরিয়ড হয়েছে"
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ২৬ মে, ২০১৫, ০৯:২৬:২৯ রাত
আজ সকালে প্রথম আলোর ক্রোরপত্র "নকশা"র শেষ পৃষ্ঠায় সেনোরার বিজ্ঞাপন দেখে চমকে উঠলাম।যেখানে একজন মধ্যবয়সী পুরুষের পাশে লেখা
"আজ আমার প্রথম পিরিয়ড হয়েছে"।
আমার বিশ্বাস অনেকই আমার মতই এমন টা ভেবেছেন অবাক হয়ে।
সত্যি ঈ কি আজকাল পুরুষেরও পিরিয়ড হচ্ছে?
আসলে বিষয়টা তা নয়,বরং বাবা কে সচেতন করাই নাকি তাদের উদ্দেশ্য। মেয়ে যেন এ সময় গুলোতে বাবা কে জানাতে সংকোচ না করেন।
*আমার কথা হলো, তাহলে মায়ের ভুমিকা কি?
* মা কি বাবাকে মেয়ের(পিরিয়ড) ব্যাপারে বলতে লজ্জা পান?
*যদি মা লজ্জা পান তাহলে মেয়ের কি আরো লজ্জা পাওয়ার কথা না?
* নাকি মা অশিক্ষিত(যা আরো হাস্যকর) যিনি (পিরিয়ড) এসব বিষয়ে বুঝবেন না,বাবা ভাল বুঝবেন?
পৃথিবী বদলে যাচ্চে বদলাবে,সভ্যতার বিকাশ হবে আরো, তাতেও সমস্যা নেই।তাই বলে পুরুষের পিরিয়ড হওয়া মেনে নিতে হবে?
মা আর মেয়ের সম্পর্ক বাবার মত নয়।বাবা একজন পুরুষও।একধরনের গুপনিয়তার সম্পর্কও বিদ্যমান।
রোগ হলে অবশ্যঈ সচেতন হতে হবে, তাই বলে সব কিছু কে যেমন রোগ বলা যায় না তেমনি সব বিষয়েও আগে বাবাকে জানাতে হবে তাও নয় প্রকৃতিগত ভাবেই মায়েরা এ বিষয় গুলোতে অভিজ্ঞতা সম্পন্ন একজন বাবার চেয়ে।তাই একজন মেয়ে এ সময়ে আগে মাকেই জানায়(অবশ্য মা না থাকলে অন্যকথা) বাবাকে জানাতে প্রয়োজন মনে করলে মা-ই জানাতে পারেন।
এসব আজগুবি বিজ্ঞাপন দিয়ে হীন স্বার্থ চরিতার্থ করার আর জায়গা পান না।।।।।।
(সংগৃহীত পোস্ট বাই কাবিল সাদি)
বিষয়: বিবিধ
৪০১৮ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে বুঝতে হবে....
বর্তমানে মুক্তচিন্তা মানে নাস্তিকতা.....
আধুনিকতা মানে অশ্লীলতা.....
বাকিটা আপনি বুঝে নিন.....
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বিজ্ঞাপনের উদ্দেশ্য কিন্তু এখানে ভিন্ন!!!
আপনাকে বুঝতে হবে....
বর্তমানে মুক্তচিন্তা মানে নাস্তিকতা.....
আধুনিকতা মানে অশ্লীলতা.....
বাকিটা আপনি বুঝে নিন.....সহমত
http://epaper.prothom-alo.com/view/dhaka/2015-05-26/35
আপনাকেও ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন