ঝড়া গোলাপ প্রতিদান চায়

লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ২০ মে, ২০১৫, ০৮:০৭:০৯ রাত

(এটা একটি গদ্য কবিতা , অর্থ ভাল ভাবে না বুঝে উল্টা পাল্টা মন্তব্য না করার অনুরোধ রইলো)



তাঁরা ! আজ নগদে বিশ্বাসী ,

না দেখে অতীত , না ভাবে ভবিষ্যৎ ।

গন্ডিতে থেকে থেকে পূর্ণাঙ্গ কূপমণ্ডূক ,

ছোট ছোট বিশেষণেই তাঁদের পা আর মাটিতে নেই ।

শূন্যে ভাসে স্বপ্ন , ইথারে ছড়িয়ে দেয় কল্পনা-ইচ্চা,

প্রত্যাশার বেলুন আজ ফুটো, নেতিয়ে পড়েছে নেতৃত্ত,

প্রথম থেকে দ্বীতিয় , আজ সেখানে তৃতীয় সারির ভীর !

তেলামাথায় তেল দেয়া, অন্তত তাঁদের কাছে এমন আশা করেনা কেউ ।

কিন্তু, তাই ঘটছে প্রতিমুহুর্ত ।

দৈন্যরা চেপে ধরেছে আসন গুলো ।

ইজম প্রীতি , স্বজন প্রীতি , আঁত্ম প্রীতি !

এত প্রীতির মাঝে হারিয়ে গেছে ভ্রাতিৃ প্রীতি

দুইশতাধিক ঝড়া গোলাপগুলো প্রতিদান চায়

প্রতি ফোঁটা লোহীত কনিকার , শ্বেত কনিকার ।

বিদেহী আত্মাগুলোর ছলছল চোখ,

প্রতি প্রশ্বাসে বিষ বাষ্প , ছুঁয়ে যাচ্ছে নপুংশুকদের

কিন্তু তারা “কুচ পরোয়া নেহী” !

স্নেহ, সম্মান, শ্রদ্ধাবোধ , কর্পূরের মত উবে যাচ্ছে

এহতেসাফের পথ আজ রুদ্ধ, তাই

সমালোচনার রাস্তা, গলিপথ থেকে মহাসড়কে রুপ নিয়েছে !

বিষয়: বিবিধ

১৩৭০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321375
২০ মে ২০১৫ রাত ০৮:৩৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : no comments.thank u bother!!...
321376
২০ মে ২০১৫ রাত ০৮:৩৬
অবাক মুসাফীর লিখেছেন : এই দেশ তথা উপমহাদেশের ইতিহাসে জামায়াতে ইসলামী বেশ পুরোনো দলগুলোর মধ্‌যে একটা... তারপরও খুব বেশি বলিষ্ঠ ভূমিকা তারা রাখতে পারছে না, বা তাদের রাখতে দেয়া হচ্ছে না... কিন্তু ভাই, কবিতায় এতো বানান ভুল কেন? চোখে লাগে...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File