গোলাম আজমের সাথে রবীন্দ্রনাথ ! দু'জনেই কী প্রকৃত রাজাকার !!

লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ০৯ মে, ২০১৫, ০৫:২০:৪১ বিকাল



১৯০৫ সালের বঙ্গভঙ্গ এবং ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন । দুটি সাল । দুইটি ইতিহাস । দুটি মানুষ । একজন আজো নন্দীত আর অন্যজন নিন্দিত । দু জনের কাজের ধরন প্রায় একি রকম ।

অবিভক্ত পাকিস্তান টিকিয়ে রাখতে চাওয়ার কারনে গোলাম আযম রা যদি রাজাকার হয়।

তবে পশ্চিম বঙ্গের হিন্দু দের অধীন এ অবিভক্ত বাংলা টিকিয়ে রাখতে চাওয়া (বঙ্গভঙ্গের বিরোধিতা করা) রবীন্দ্রনাথ ঠাকুর রাজাকার নয় কেন ?

রবীন্দ্রনাথ পূজণীয় হলে গোলাম আযম দোষ করলো কি ?

গোলাম আযম ধীকৃত্ হলে রবীন্দ্রনাথ পূজিত হয় কি করে ?

পাকিস্তানপন্থী হওয়ায় আল্লামা ইকবালের সাহিত্য যদি বর্জনীয় হয়।

তবে হিন্দুবাদি রবীন্দ্রনাথ এর সাহিত্য গ্রহণীয় হবে কেন ?

যে রবীন্দ্রনাথ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করেছিলেন, সে রবীন্দ্রনাথের নামেই আজ এই দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হল!

এর পরও দেশ কাগজ-কলমে স্বাধীন আছে কিনা তা খোজ নিয়ে দেখা দরকার ।

বিষয়: বিবিধ

১৫৫৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319056
০৯ মে ২০১৫ বিকাল ০৫:২১
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ( শেষের দিকের কিছু অংশ ধার করে নেয়া । বিস্তারিত পড়ে লিখব ইনশাআল্লাহ )
319062
০৯ মে ২০১৫ বিকাল ০৫:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য বললে যে চেতনায় সমস্যা হবে!
১০ মে ২০১৫ সকাল ১০:৩৭
260297
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আপনি ঠিক ধরেছেন
319064
০৯ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
শেখের পোলা লিখেছেন : তফাতটা ধর্ম মতে৷ হিন্দুইজম ঠাকুর দাদার ধর্মের লোক তাই গ্রহনীয়,আর গোলাম আজম মুসলীম তাই বর্জনীয়,এ মাটিতে গ্রহণযোয্য নয়৷ আর কাগজে কলমে বাাংলাদেশ হল পাকিস্তানকে যুদ্ধে হারিয়ে পাওয়া গণিমতের মাল যা বাংলার মানুষের জন্য দয়ার দান৷ কেননা বাংলাদেশের দখলসত্ব ছাড়া কোন দলীল নাই৷ ধন্যবাদ সাহসী কথা বলার জন্য৷
১০ মে ২০১৫ সকাল ১০:৩৮
260298
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আপনিয় যথর্থই বলিয়াছেন । আপনাকে ও ধন্যবাদ
319080
০৯ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
গাজী সালাউদ্দিন লিখেছেন : শুধু কি বিশ্ববিদ্যালয়? সংক্সৃতিমনাদের মনন মগজে বিরাজমান শুধু একটি মানুষ, তিনি হলেন রবী ঠাকুর!

১০ মে ২০১৫ সকাল ১০:৪০
260300
ব্লগার শঙ্খচিল লিখেছেন : গাজী সালাউদ্দিন ভাই । ধন্যবাদ
319087
০৯ মে ২০১৫ রাত ০৮:২২
রক্তলাল লিখেছেন : গোলাম আযম নিন্দিত?

নিন্দিত হলে এত লোক পৃথিবী জুড়ে গণসমুদ্রের জোয়ার তৈরী করে জানাযায় আসল কেনো?

০৯ মে ২০১৫ রাত ০৮:৫২
260218
নীলাঞ্জনা লিখেছেন : ১৯০৫ সালে হটাৎ বাংলা বিভক্তির ইংরেজী দরদ উথলে উঠার কারন কি? ইংরেজ'দের মুমিন প্রীতি???
১০ মে ২০১৫ সকাল ১০:৪২
260301
ব্লগার শঙ্খচিল লিখেছেন : এত লোক সেটা দেশের নির্দিষ্ট একটা অংশের লোক......।
319091
০৯ মে ২০১৫ রাত ০৮:৫০
নীলাঞ্জনা লিখেছেন : ১৯০৫ সালে হটাৎ বাংলা বিভক্তির ইংরেজী দরদ উথলে উঠার কারন কি? ইংরেজ'দের মুমিন প্রীতি???
১০ মে ২০১৫ সকাল ১০:৪৪
260302
ব্লগার শঙ্খচিল লিখেছেন : না , সেটা এই বাংলার গনদাবী ছিল , যেমন ছিল "ইংরেজ খেদাও" আন্দোলন
১০ মে ২০১৫ সকাল ১১:২৪
260309
নীলাঞ্জনা লিখেছেন : মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর........ যখন ইংরেজ হটাও আন্দোলন করছিলেন উপমহাদেশের মুসলিমরা তখন তুরস্কের খেলাফত আন্দোলন নিয়ে মসগুল ছিল।
১০ মে ২০১৫ সকাল ১১:৪৮
260311
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ইতিহাস জেনে কথা বলুন । ১৮৬৯ সালে গান্ধীর জন্ম । কাজী নজরুল গান্ধী কে লিখেছিলেন "ভারত হবে ভারত বাসীর এই কথা টা বলতেে ভয়,
সেই বুড়ো দের বলিস নেতা, তাদের কথায় চলতে হয় "

এই দুইটা লাইনেই গান্ধীর বৃটিশ বিরোধী আন্দোলনের মুখোশ চেনা জায় । হাজী শরিয়াতুল্লাহ , তিতুমীর, হোসাইন আহমদ মাদানী, সহ আলেম সমাজের ইতিহাস । হিন্দুরা তো বৃটিদের শুরু থেকে দালাল ছিল । শেষ দিকে আন্দোলনের গতি বেগতিক দেখে ..................
১০ মে ২০১৫ দুপুর ১২:১৩
260313
নীলাঞ্জনা লিখেছেন : ইতিহাস জেনেই কথা বলি।
ইংরেজি হারাম, স্কুল কলেজ হারাম, প্যান্ট সার্ট পরা হারাম। ইসলামের খেলাফত আন্দোলন, ঝাড় ফুক পানিপড়া, মক্তব, মাদ্রাসা দিয়ে ভারত স্বাধীন হয় নি।
১০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
260392
শেখের পোলা লিখেছেন : অঞ্জনে যাদের নীল আবরণ তারা এর বাইরের জগৎ চিনবে কেমনে?নীলাঞ্জনা দেবী!
১১ মে ২০১৫ বিকাল ০৫:৩৫
260524
ব্লগার শঙ্খচিল লিখেছেন : বালাকোট থেকে কান্দাহার পর্য়ন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে কোন আলেমের লাশ ঝুলেনী ইংরেজদের হাতে । "ডিভাইড এ্যান্ড রুল পলিছি" ইংরেজ রা কাদের সাথে নিয়ে করেছিল নীলাঞ্জনা ? জানা আছে কি ?
319438
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
নীলাঞ্জনা লিখেছেন : ইংরেজ'দের ডিভাইড এ্যান্ড রুল পলিসির অংশ হিসেবেই ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করা হয়ে ছিল। আর মুসলিমরা তখন এই 'ডিভাইড এ্যান্ড রুল পলিসির' পক্ষে দালালি করেছে। এটাই ইতিহাস।

বালাকোট থেকে কান্দাহার পর্য়ন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে কোন আলেমের লাশ ঝুলেনী ইংরেজদের হাতে ।

না ভাই এমন কোন ইতিহাস কারো জানা নেই। তবে মহাত্মা গান্ধির দূর্বার 'ভারত ছার' আন্দোলন, অসহযোগ আন্দোলন, ইংরেজ পন্য বর্জন, ইংরেজদের জানিওয়ালাবাগ হত্যাকান্ড এবং তার প্রতিবাদে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'নাইট' খেতাব বর্জন..... এসব ঘটনা উপমহাদেশের স্বাধীনতার ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File