গোলাম আজমের সাথে রবীন্দ্রনাথ ! দু'জনেই কী প্রকৃত রাজাকার !!
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ০৯ মে, ২০১৫, ০৫:২০:৪১ বিকাল
১৯০৫ সালের বঙ্গভঙ্গ এবং ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন । দুটি সাল । দুইটি ইতিহাস । দুটি মানুষ । একজন আজো নন্দীত আর অন্যজন নিন্দিত । দু জনের কাজের ধরন প্রায় একি রকম ।
অবিভক্ত পাকিস্তান টিকিয়ে রাখতে চাওয়ার কারনে গোলাম আযম রা যদি রাজাকার হয়।
তবে পশ্চিম বঙ্গের হিন্দু দের অধীন এ অবিভক্ত বাংলা টিকিয়ে রাখতে চাওয়া (বঙ্গভঙ্গের বিরোধিতা করা) রবীন্দ্রনাথ ঠাকুর রাজাকার নয় কেন ?
রবীন্দ্রনাথ পূজণীয় হলে গোলাম আযম দোষ করলো কি ?
গোলাম আযম ধীকৃত্ হলে রবীন্দ্রনাথ পূজিত হয় কি করে ?
পাকিস্তানপন্থী হওয়ায় আল্লামা ইকবালের সাহিত্য যদি বর্জনীয় হয়।
তবে হিন্দুবাদি রবীন্দ্রনাথ এর সাহিত্য গ্রহণীয় হবে কেন ?
যে রবীন্দ্রনাথ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তীব্র বিরোধিতা করেছিলেন, সে রবীন্দ্রনাথের নামেই আজ এই দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হল!
এর পরও দেশ কাগজ-কলমে স্বাধীন আছে কিনা তা খোজ নিয়ে দেখা দরকার ।
বিষয়: বিবিধ
১৫৫৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিন্দিত হলে এত লোক পৃথিবী জুড়ে গণসমুদ্রের জোয়ার তৈরী করে জানাযায় আসল কেনো?
সেই বুড়ো দের বলিস নেতা, তাদের কথায় চলতে হয় "
এই দুইটা লাইনেই গান্ধীর বৃটিশ বিরোধী আন্দোলনের মুখোশ চেনা জায় । হাজী শরিয়াতুল্লাহ , তিতুমীর, হোসাইন আহমদ মাদানী, সহ আলেম সমাজের ইতিহাস । হিন্দুরা তো বৃটিদের শুরু থেকে দালাল ছিল । শেষ দিকে আন্দোলনের গতি বেগতিক দেখে ..................
ইংরেজি হারাম, স্কুল কলেজ হারাম, প্যান্ট সার্ট পরা হারাম। ইসলামের খেলাফত আন্দোলন, ঝাড় ফুক পানিপড়া, মক্তব, মাদ্রাসা দিয়ে ভারত স্বাধীন হয় নি।
বালাকোট থেকে কান্দাহার পর্য়ন্ত এমন কোন গাছ ছিল না যে গাছে কোন আলেমের লাশ ঝুলেনী ইংরেজদের হাতে ।
না ভাই এমন কোন ইতিহাস কারো জানা নেই। তবে মহাত্মা গান্ধির দূর্বার 'ভারত ছার' আন্দোলন, অসহযোগ আন্দোলন, ইংরেজ পন্য বর্জন, ইংরেজদের জানিওয়ালাবাগ হত্যাকান্ড এবং তার প্রতিবাদে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'নাইট' খেতাব বর্জন..... এসব ঘটনা উপমহাদেশের স্বাধীনতার ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা আছে।
মন্তব্য করতে লগইন করুন