ভাবি ! হঠাৎ সকালবেলা আমার রুমে…….
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ০১ এপ্রিল, ২০১৫, ০৭:০৯:১৯ সন্ধ্যা
তখন যাত্রাবাড়ীতে থাকি । সাত বছর আগের কথা । সায়েদাবাদ আইডিয়া্ল স্কুলের রাস্তা হয়ে ১২/২ (সম্ভাবত) পীর সাহেবের বাড়ী ।
আসে-পাসের ভাবি , তাদের মেয়ে , পরিচিত জন সহ অনেক । সবাই সবাইকেই চিনি । দেখা হয় প্রতিদিন অসংখবার । বাট কথা হয়, কালে ভদ্রে ! পীর সাহেবের মেঝ ছেলের বউ (ভাবি) হঠাৎ সকালবেলা আমার রুমে নক করলেন ।
দরজাটা খোলাই ছিল । কখনো আমার কাছে এভাবে আসেননি বলে হয়ত তার এই সৌজন্যতা । তার হাতে ঢাকনা সহ একটি পেয়ালা ! আমার হাতে এগিয়ে দিয়ে বললেন ”আপনার জন্য” । পীর সাহেবের বাসা থেকে আসছে । হদিয়া, তোহফা ! (বিশেষ খাবার) আমি কিছুটা খুশি , সাথে অবাক ও ! তার মুখে জোর করে চেপে রাখা অট্রহাসি আমার চোখ এরিয়ে..... ।
ঢাকনা খুলতেই চেপে রাখা হাসির বিস্ফোরণ... । একেবারেই ফাঁকা, বাটিটা ! তার সাথে এসে হাসিতে যোগ হলেন এসএসসি,এন্টার পড়ুয়া দুই মেয়ে , আরো দু্ই ভাবি ।
আমি তাদের সাথে আগ বারিয়ে না মেশায় তারা হয়ত এ দিনটাকেই বেছে নিলেন । সবাই হাসলেন এবং বললেন এপ্রিল ফুল ! আমি অনেক টা না জানার ভান করে তাদের কাছে জনতে চাইলাম এপ্রিল ফুল কী?? তাদের ঙ্গানের পরিধি হল "এ দিনে সবাই সবাই কে েবাকা বানায়" িকন্তু ক্যান ? কবে থেকে এর শুরু ? আমার এ প্রশ্নের উত্তর তাদের কাছে নেই । বললাম ভাবি ! !
৭১১ খ্রীষ্টাব্দে মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ স্পেন জয় করেছিলো।
আর রাজা ফার্ডিন্যন্ড ও রাণী ইসাবেলা কর্তৃক মুসলিমদের পুড়িয়ে মর্মান্তিক লাখ লাখ মুসলমান শহীদ করে ১৪৯২ সালে। খ্রিস্টান রাজা ফার্দিনান্দের চক্রান্তে ।
এ দিনে এই জালিম রাজা স্পেন আক্রমন করে এবং মুসিলম সৈন্যদের পরািজত করে । সাধারণমুসলমানদের েক বাচার জন্য মসিজদ , জাহাজে আস্রয় নিতে বলে । এর পরের ইতিহাস খুবই করুন ! অসহায় নারী , পুরুষ, শিশুরা যখন এসব জায়গায় আস্রয় নিল তখন মসিজদ গুলোতে আগুন ঢেলে ভিতরের মানুষ গুলোকে জীবন্ত পুড়িয়ে মারা হল ।
জাহাজ গুলো মাঝ নদীতে ডুবিয়ে হত্যা করা হল । এভাবে লাখ লাখ মানুষ ।
তারা সেদিন রাজার কথা বিশ্বাস করে বোকা হয়েছিল !? আমরা কত দূর্ভাগা ।
মুসলমানতো দুরের কথা যারা মানবতায় বিশ্বাস করে এমন কোন মানুষ িক এ ভাবে লাখ মানুষকে হত্যার বিষয় নিয়ে আনন্দ করেত পারে ??
ভাবি মাথা নিচু করে ঘোমটা দিয়ে চলে গিয়েছিল সেদিন,........
বিষয়: বিবিধ
৪১৪৯১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ বিষয়ের জ্ঞান তো এখন বয়স্কদের কাছে কিছুটা পৌঁছে গেছে!
কিন্তু বেশী প্রয়োজন শিশু-কিশোরদের জানানো, তাহলেই সবার ঘরে পরিবর্তনটা সহজ হয়ে যাবে!
জাযাকিল্লাহ আপু!!
ভালো তো সব! ফী আমানিল্লাহ
ধন্যবাদ।
আপনারে ভাইয়া ভাবছিলুম!
এনিওয়ে, ধন্যবাদ..ভুল ভাঙ্গানোর জন্য।
তার থেকে্ও বড় কথা শিরোনামের কারনেই পাঠক লিংকে ক্লিক করেছে । আর মন্তব্য কম কারন হল যারা পড়েছে তাদের এই ব্লগে আ্যাকাইন্ট নাই । যার কারনে ইচ্ছা থাকল্ওে তাদের পক্ষে মন্তব্য করা সম্ভব হয়নি ।
মন্তব্য করতে লগইন করুন