ছাত্রদের দুই টাকা দিয়ে গাড়িতে উঠার দিন শেষ !!!
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ১৮ জানুয়ারি, ২০১৫, ০৪:৪৮:৫৩ বিকাল
[img]undefined[/img
ছাত্রদের দুই টাকা দিয়ে গাড়িতে উঠার দিন শেষ !!!
মাননীয় অর্থমন্ত্রী (যার কাছে চার হাজার কোটি টাকা কোন টাকাই না ) বলেছেন ১ ও ২ টাকার মুদ্রা ধ্বংষ করে সর্বনিম্ন মুদ্রা করা হবে ৫ টাকা ! । ১,২ টাকার মুদ্রা নাকি তিনি ধ্বংষ করে দিবেন , যাতে ব্যায় হবে ৩৫০ কোটি টাকা ।
আমার প্রশ্ন, এই তুঘলকি কান্ড কার স্বার্থে ????
উন্নত পদার্থ দিয়ে তৈরী এই মুদ্রা গুলো পা্ওয়ার জন্য আমাদের পার্শবর্তী দেশ এর আগে হুজুগ উঠিয়ে তামা, দস্তা, শিষা, আ্যলোমিনিয়াম, সহ আরো কিছু মূল্যবান পদার্থের সমন্নয়ে সোনালী কালারের মুদ্রা গুলো উধা্ও হয়ে গেছে অনেক আগেই । আর এবার হচ্ছে রাষ্ট্রী মদদে, ভালতো , ভাল না..........................
http://www.bdmonitor.net/newsdetail/detail/35/108174
বিষয়: Contest_father
২১০৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বা , যখন এই ছাত্র কোন শপিং মলে গিয়ে দামি পোশাক বা মোবাইল কেনে তখন কি ছাত্র সূত্র এপ্লাই করে?
ডার্লিংকে নিয়ে যখন ডেটিংয়ে যায় তখন কি ছাত্রসূত্র প্রয়োগ করে চিনাবাদাম ওয়ালার কাছে ?
যার কারণে দেশের বারোটা বাজছে।
আমাদের অর্থমন্ত্রী ও সেই জ্ঞানী দের একজন।
মন্তব্য করতে লগইন করুন