প্রতারণার নতুন ফাঁদ , সাবধান...
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ১৭ জানুয়ারি, ২০১৫, ০৭:৩৪:১২ সন্ধ্যা
গাড়ি না পেয়ে হাটছিলাম , হঠাৎ এক ভদ্র মহিলা দেখে মনে হল উচ্চ ফ্যামিলি । আমাকে এসে আমাকে ইংরেজীতে বললেন “তার মানিব্যাগ টা চোরে নিয়ে গেছে , খুব বিপদে পড়েছেন , হেল্প দরকার । আমি বললা্ম কিভাবে? “ দুশো টাকা দিলে খুব উপকার হয়”
এত টাকা আমার কাছে নেই ।
”তা হলে একশো “?
না তা্ও হবে না
”ফিপটি দিলেও হবে”
আমার কাছে খুব কম টাকা আছে বিশ টাকা দিলে হবে ?
”আচ্ছা দিন”
আমি দিলাম, ধন্যবাদ দিয়ে চলে গেলেন ।
কিন্তু পুরো বিষটি খোলাসা হলো একটু পর................
>
>
>
>
>
>
>
>
>
>
আমার কাছথেকে যা্ওয়ার পর অন্য একটা লোকের সাথে ্ওই মহিলার হাসি এবং আমার এক বড় ভাই ও এমন সাফারিং হয়েছেন । সব মিলে আমার কাছে মনে হল এটা এক নতুন পদ্ধতি ।
বিষয়: Contest_father
৪৯২৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উচুশ্রেনী কি জানিনা। কিন্তু, ওনার ফোন, গাড়ি ছিলনা?
াআর হুদা হুদা টাকা দিবেন কেনো? বলতেন ঘড়ি বা এমন কিছু থাকলে বিক্রি করতে। আপনি কিনে নিতেন।
আর না হলে ওনার আত্নীয় স্বজন পরিচিত কাউকে ফোন করে হেল্প করতে পারতেন।
মানুষ বিপদে পড়তেই পারে কিন্তু এ ধরণের প্রতারণার শিকার হয়েই অনেকে বিপদগ্রস্থের কথা শুনেও এড়িয়ে যায়!
সচেতনতা বাড়াতে পোস্ট কাজে আসবে!!
মন্তব্য করতে লগইন করুন