রমাদান শেষ দশকের প্রস্তুতি নিচ্ছি কি?
লিখেছেন লিখেছেন মিশু ০২ জুন, ২০১৮, ১০:১৯:০৭ সকাল
আসসালামু’আলাইকুম
জীবনের পাতা থেকে এইভাবেই একটি একটি করে রমাদান চলে যাবে। প্রত্যেকের জীবনেই কয়টি রমাদান এসেছে ও কি করতে পেরেছি একটু ভেবে এই রমাদানকে নিয়ে সচেতন প্রস্তুতি ও আমল থাকা প্রয়োজন। আমরা দুনিয়ার কতকিছু পাওয়ার জন্য কত বিনিদ্র রজনী পার করে দিতে পারি কিন্তু যে রাতগুলো একান্তই নিজের স্থায়ী জীবনের প্রাপ্তিকে বরাদ্দ করে দিতে সহায়ক সেই রাত্রিগুলোকে আমরা কি অন্তত সেইভাবেই পার করছি?
আমাদের রমাদান যদি নিত্যদিনের মতই হয় তাহলে বুঝতে হবে এই রমাদানের লাভবান হওয়া থেকে হয়তো বঞ্চিত হতে যাচ্ছি। রমাদানের একদিন অন্যদিন থেকে আমলের উন্নয়ন থাকা বাঞ্চনীয়।
আগামী শেষ দশকে কি আমরা সেইভাবেই আমলের উদ্যোগ নিতে পারি যেভাবে আল্লাহর রাসূল স. নিয়েছিলেন!
মহান রবের কাছ থেকে ক্ষমাকে আদায় করার জন্যতো নিজেকে সেই মানে উত্তীর্ন করতে হবে তাই না! জীবনের পাতা থেকে গুনাহগুলোকে শুধু মাফ নয় একদম মুছে ফেলার জন্যই এই সময়(কদরের রাত) উপযুক্ত। আর তাই সেই দু’আ যা আফুউন সম্বোধনে বলা এই রাতের বিশেষ দু’আ।
আমাদের জীবনের অবস্থা ও পরিনতি কুর’আন ও হাদীসের আলোকে জানার জন্য একটি সিরিয়াল শুনার আমন্ত্রন রইলো যার মাধ্যমে সুন্দর চিত্র উঠে আসবে মরনের মুহুর্ত থেকে পরবর্তী শেষ পর্যন্ত। নিজেকে প্রস্তুত করে নেই সেই আলোকে--
বিষয়: বিবিধ
৮৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন