সত্যের অনুশীলন
লিখেছেন লিখেছেন মিশু ২৯ জানুয়ারি, ২০১৭, ০৯:২৫:৪০ সকাল
আসসালামু’আলাইকুম।
সমাজ জীবন যেমন তেমন, কষ্ট ও কঠিন হলেও আমাদের ও আমাদের সন্তানদের সত্যের অনুশীলন করে যেতেই হবে। আর এই সাহস ও শক্তি আসবে মহান রবের উপর সঠিক আস্থার মাধ্যমে। মহান রবের প্রতি প্রকৃ্ত ভালোবাসা ও পূর্ণ ভরসার জায়গাটি খালেস ও পবিত্র রাখতে পারলেই ইন শা আল্লাহ সত্যের মূর্ত প্রতীক হয়ে টিকে থাকা যাবে। ক্ষনস্থায়ী এই জীবনের চাওয়া পাওয়ার তুলনায় স্থায়ী জীবনের সফলতাকে জীবনের লক্ষ্য হিসেবে নিতে পারলেই সমাজ জীবনের সকল অবস্থায়ই সহজ হয়ে যায় সত্যের পথে অটল থাকা। আর সেই কারনে তাওহীদের মূল স্পিরিট বুঝা প্রয়োজন যা সাহাবা আযমাঈনদের রা. জীবনী ঘাটলেই বাস্তবতা দিয়ে বুঝা যায়। সন্তানদের মাঝে তাওহীদের শিক্ষা কোন অবস্থানে রেখে যাচ্ছি, একটু ঘেটে দেখা প্রয়োজন সকলেরই।
মহান আল্লাহ আমাদের সঠিকভাবে তাওহীদকে বুঝে আমল করার তাওফিক দান করুন।
সত্যের উপর অটল থাকো। জেনে রেখো, সত্য কল্যানের দিকে ধাবিত করে আর সীমালংঘন ধাবিত করে জাহান্নামের দিকে।–
বুখারী ও মুসলিম
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন