জীবনের পাতা

লিখেছেন লিখেছেন মিশু ৩১ ডিসেম্বর, ২০১৬, ০৯:৩৯:২৫ সকাল



আসসালামু’আলাইকুম।

জীবন খাতার পাতাগুলো চলুন একটু উল্টিয়ে দেখি। প্রাপ্ত বয়স থেকে নিয়ে আজকের আমি পর্যন্ত একটু খুজে দেখি, মিলিয়ে দেখি কুর’আনের কোন গ্রুপের সাথে আমার অবস্থান?

কুর’আনে মহান আল্লাহ অনেকগুলো চরিত্র তুলে ধরেছেন যেমন, মুমিন, মুনাফিক কাফের ফাসিক ইত্যাদি। আলহামদুলিল্লাহ, আজ অনেকেই ইসলামের জ্ঞান জানার সুযোগ সহজেই পেয়ে যাচ্ছেন। বুঝে না বুঝেও অনেকে শেয়ার করে যাচ্ছেন সেই জ্ঞানগুলো। কিন্তু নিজের কবরের জীবনে বাতি থাকবে কি না সেই অবস্থার খোজ কি নিচ্ছি?

সমাজ ব্যবস্থার স্রোতের সাথে তাল মিলিয়ে ইসলাম পালন না করে সমাজের স্রোতকে ইসলামের মূল স্রোতের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টাই হোক আমাদের অংগীকার।

আমরা যেন সব সময়ে এই কথাটা যা মহান আল্লাহ জানিয়েছেন মনে রেখে নিজেকে বাস্তবতার কাছে নিয়ে যাই আর তা হলো “নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের আল্লাহর দিকেই ফিরে যেতে হবে”।

আমরা কি আল্লাহর জন্য হতে পেরেছি?

আল্লাহর জন্য হতে হলে কি করা প্রয়োজন?

আল্লাহর জন্য হতে আমার আর কি বাকী রয়েছে?

আমার কি সময় আছে যে আল্লাহর জন্য হতে পারবো?

মহান আল্লাহ আমাদের আল্লাহর কাছে ফিরে যাওয়ার আগে এই প্রশ্ন সমূহের উত্তর ও আমলের বাস্তবায়ন করার তাওফিক দান করুন।

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381040
৩১ ডিসেম্বর ২০১৬ সকাল ১১:৪৬
হতভাগা লিখেছেন : আমিন
২৯ জানুয়ারি ২০১৭ সকাল ০৯:১৯
315512
মিশু লিখেছেন : বারাকাল্লাহী ফিক।
381046
৩১ ডিসেম্বর ২০১৬ দুপুর ০১:৫৫
কুয়েত থেকে লিখেছেন : অাল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন। আপনাকে ধন্যবাদ
২৯ জানুয়ারি ২০১৭ সকাল ০৯:১৯
315513
মিশু লিখেছেন : বারাকাল্লাহী ফিক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File