যে কুরবানী করতে চায় সে কোন কাজ থেকে বিরত থাকবে?

লিখেছেন লিখেছেন মিশু ৩০ আগস্ট, ২০১৬, ০৯:১৭:৩৬ সকাল

আসসালামু আ’লাইকুম ওয়া রাহমাতুল্লাহ

যে কুরবানী করতে চায় সে কোন কাজ থেকে বিরত থাকবে?

যে ব্যক্তি যিলহজ্জ মাসের চাঁদ দেখার মাধ্যমে বা জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হওয়ার মাধ্যমে যিলহজ্জ মাসে প্রবেশ করল এবং কুরবানী করার ইচ্ছা পোষণ করল তার জন্য কুরবানীর পশু জবাই করা পর্যন্ত নখ, চুল বা শরীর থেকে চামড়া উঠানো থেকে বিরত থাকবে।

উম্মু সালামাহ রা. বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন: তোমাদের মাঝে যে কুরবানী করার ইচ্ছে করে সে যেন যিলহজ্জ মাসের চাঁদ দেখার পর থেকে চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।

ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন।

তার অন্য একটি বর্ণনায় আছে, সে যেন চুল ও চামড়া থেকে কোন কিছু স্পর্শ না করে। অন্য বর্ণনায় আছে, কুরবানীর পশু যবেহ করার পূর্ব পর্যন্ত এ অবস্থায় থাকবে।

সহিহ মুসলিম: ১৯৭৭, মিশকাত: ১৪৫৯

যিলহজ্জের দশ দিন শুরু হওয়ার পর যদি নিয়ত করে তবে নিয়ত করার সময় থেকেই নখ-চুল কাটা থেকে বিরত থাকবে। নিয়ত করার আগে কেটে থাকলে তাতে গুনাহ হবে না।

এর পেছনে হেকমত হল, হাজীদের সাথে কুরবানী কারীর কিছু ক্ষেত্রে বৈশিষ্টগত মিল থাকা। অর্থাৎ হাজীগণ যেমন কুরবানী করার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে থাকে তেমনি কুরবানীকারীও কুরবানীর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে থাকে। ঠিক তদ্রূপ হাজী সাহেবগণ যেমন এহরাম অবস্থায় নখ-চুল কাটা থেকে বিরত থাকে কুরবানীকারীগণও নখ-চুল ইত্যাদি কাটা থেকে বিরত থেকে তাদের এই অবস্থার সাথে শামিল হয়।

এই ভিত্তিতে মাসয়ালা হল, কুরবানী কারীর পরিবারের জন্য নখ-চুল ইত্যাদি কাটা জায়েয। নখ-চুল কাটা থেকে বিরত থাকার হুকুম কেবল কুরবানী কারীর জন্য প্রযোজ্য। যাদের পক্ষ থেকে কুরবানী করা হচ্ছে তাদের সাথে এর কোন সম্পর্ক নেই। কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে কুরবানী করতে ইচ্ছুক, তিনি বলেন নি যে, যাদের পক্ষ থেকে কুরবানী করা হচ্ছে তারাও বিরত থাকবে। তাছাড়া তিনি তাঁর পরিবারের কাউকে নখ-চুল কাটা থেকে বিরত থাকতে আদেশ করেছেন এমন কিছু বর্ণিত হয় নি।

বিষয়: বিবিধ

১১১৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376954
৩০ আগস্ট ২০১৬ সকাল ১১:২৪
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
০৭ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৮:৪১
312720
মিশু লিখেছেন : বারাকাল্লাহি ফিক।
376973
৩০ আগস্ট ২০১৬ রাত ১১:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৮:৪১
312721
মিশু লিখেছেন : বারাকাল্লাহি ফিক। আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন।
377086
০২ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৫৩
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : মাশাআল্লাহ! ভালো লাগলো
০৭ সেপ্টেম্বর ২০১৬ সকাল ০৮:৪২
312722
মিশু লিখেছেন : আলহামদুলিল্লাহ।
বারাকাল্লাহি ফিক। আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File