ঈদে দূরে যাবেন যারা- কিছু টিপস

লিখেছেন লিখেছেন মিশু ৩০ জুন, ২০১৬, ০৯:১৮:১৩ সকাল

আসসালামু’আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

অনেকে ঈদের ছুটি কাটাতে ঢাকা থেকে দূরে যার যার দেশের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যারা দূরে ভ্রমন করে যাবেন তাদের জন্য কিছু টিপস দেয়া হলো।

-পরিকল্পিতভাবে এই রামাদানের শেষ দশকের বেজোড় রাতগুলোকে ভ্রমন মুক্ত রাখার চেষ্টা করুন।

-বাড়ীর লাইট, ফ্যা্‌ন, গ্যাসের চুলা, ও রেফ্রিজারেটরের সঠিক ব্যবস্থা করে যাবেন। মূল্যবান জিনিষ নিরাপত্তার ব্যবস্থা করে যান।

--ভ্রমনের সময় ঘর থেকে বের হওয়ার সময় ও শুরুতে দুয়া পড়ে যাত্রা শুরু করুন।

--ভ্রমনের সময় হাত ব্যাগে দু’আর বই বা ছোট কুর’আন অর্থসহ নিয়ে নিতে পারেন। অথবা মুবাইলে কুর’আনের অর্থসহ এপ বা ফাইল বানিয়ে নিন। এই ক্ষেত্রে মুবাইলের চার্জ শেষ যাওয়ার সুযোগ আছে বিধায় ইনষ্ট্যান্ট মুবাইল চার্জার চার্জসহ সাথে রাখুন। হেড ফোনটিও হাতের ব্যাগে রাখুন।

--কিছু দু’আ নির্দিষ্ট করে নিন, পড়ার জন্য।

--পরিবারের সদস্যদের এই সময় অনেক কাছে আপনার আরো পাশে পেয়ে থাকেন,তাই তাদের আত্মগঠনের জন্য কিছু পরিকল্পনা করে নিন। যেমন কিছু সাহাবা চরিত বা শিক্ষনীয় ঘটনা যা তাদের অন্তরকে নাড়া দিবে দীনের দিকে।

--যেখানেই যাচ্ছেন সফরে যেন সালাত ওয়াক্তমত হয় সেদিকে সুনজর রাখবেন।

--গন্তব্যে গরীব আত্মীয় প্রতিবেশীর জন্য কিছু নতুন কাপড় চোপড় নিয়ে যেতে পারেন অথবা কিছু প্রয়োজনীয় জিনিষ অথবা দীনী বই / হিজাবের ওড়না সাথে নিয়ে যেতে পারেন।

- যাকাত ছাড়া এমনিতেই কিছু টাকা সাদকা করার পরিকল্পনা করে নিন।

--আত্মীয়দের সাথে নিয়ে একদিন অন্তত পারিবারিকভাবে দীনী আলোচনার আসরের আয়োজন করতে পারেন।

-আয়োজন করতে পারেন ছোটদের জন্য খেলাধূলা ও কিছু প্রতিযোগীতা ও পুরস্কারের আয়োজন।

- শরীয়তের বিধানের মধ্যেই সব আয়োজন করার তীক্ষ্ণ সজাগ দৃষ্টি রাখতে হবে।

মহান আল্লাহ আপনাদের ভ্রমনকে সহজ সুন্দর ও কার্যকরি করার সুযোগ করে দিন। সবাইকে মহান আল্লাহ ভালো রাখুন ও ঈদের আনন্দ উপভোগ করা মহান রবের কৃ্তজ্ঞ বান্দাতে পরিনত হওয়ার তাওফিক দান করুন।

বিষয়: বিবিধ

১১২০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373628
৩০ জুন ২০১৬ দুপুর ০৩:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগল চমৎকার পোষ্টটি। প্রতিদিন আমাদের দেশে অনেক সময় ভ্রমন করতে গিয়ে অনেকে নষ্ট করেন। এই সময়টা পড়ার জন্য ব্যবহার করা যায়।
০৩ জুলাই ২০১৬ দুপুর ০১:০৮
310203
মিশু লিখেছেন : জাযাকাল্লাহী খাইর।
373658
৩০ জুন ২০১৬ রাত ০৮:৩৯
শেখের পোলা লিখেছেন : কোথাও যাবার প্লান নেই। পরামর্শের জন্য ধন্যবাদ।
০৩ জুলাই ২০১৬ দুপুর ০১:০৮
310204
মিশু লিখেছেন : জাযাকাল্লাহী খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File