ভালো কাজে টিকে থাকার ধৈর্য্য
লিখেছেন লিখেছেন মিশু ০২ মার্চ, ২০১৬, ১১:৪৫:১২ সকাল
আসসালামু’আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভালো কাজে টিকে থাকার ধৈর্য্য রাখার জন্য যা প্রয়োজন –
১। ঈমানের শর্তসমূহের ব্যাপারে সঠিক জ্ঞান ও দৃঢ় বিশ্বাস রাখা
২। জীবনের লক্ষ্যের ব্যাপারে সুনির্দিষ্ট অবস্থান ও দৃঢ় থাকা
৩। আল্লাহর উপর তাওয়াক্কুল করা
৪। সব সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া
৫। নফস ও শয়তানের চক্রান্ত সম্পর্কে জ্ঞান রাখা ও প্রতিরোধ করা
৬। উন্নত আখলাক থাকা
৭। উন্নত আখলাক ও পরহেজগার লোকদের সান্নিধ্যে থাকা
৮। বেশী বেশী মৃত্যুর কথা স্মরনে রাখা
«اَللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الإِِيمَانَ وَزَيِّنْهُ فِي قُلُوبِنَا، وَكَرِّهْ إِلَيْنَا الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ، وَاجْعَلْنَا مِنَ الرَّاشِدِينَ، اَللَّهُمَّ تَوَفَّنَا مُسْلِمِينَ وَأَحْيِنَا مُسْلِمِينَ، وَأَلْحِقْنَا بِالصَّالِحِينَ غَيْرَ خَزَايَا وَلاَ مَفْتُونِينَ».
‘হে আল্লাহ! তুমি ঈমানকে আমাদের নিকট সুপ্রিয় করে দাও এবং তা আমাদের অন্তরে সুশোভিত করে দাও। কুফর, অবাধ্যতা ও পাপাচারকে আমাদের অন্তরে ঘৃণিত করে দাও, আর আমাদেরকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে নাও। হে আল্লাহ! আমাদেরকে মুসলমান হিসেবে মৃত্যু দাও। আমাদের মুসলমান হিসেবে বাঁচিয়ে রাখ। লাঞ্ছিত ও বিপর্যস্ত না করে আমাদেরকে সৎকর্মশীলদের সাথে সম্পৃক্ত কর।
আহমদ : ১৪৯৪৫।
https://www.youtube.com/watch?v=Hg4N4tzIVoY
বিষয়: বিবিধ
১০১৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জীবনের লক্ষ আর প্রফেশনাল টার্গেটকে এক করে ফেলে জীবনের আসল উদ্দেশ্য কি তা উত্তমরূপে না জানার কারণে ভালো কাজগুলোকে হীন জ্ঞান করছে আর খারাপ কাজগুলোকে উৎকৃষ্ট ভাবছে।
জাযাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন