জীবনের অপর নাম সময়

লিখেছেন লিখেছেন মিশু ০৫ অক্টোবর, ২০১৫, ০৯:২৬:৫৫ সকাল

আসঅসালামু’আলাইকুম।

জীবনের অপর নাম সময়। জীবনকাল সীমাবদ্ধ।

“তিনি সূর্যের আলোক আর চাঁদ কে আলোকময় করেছেন এবং কক্ষপথ ও নির্দিষ্ট করে দিয়েছেন,যাতে করে তোমরা বছর ও তারিখ গননা করতে পারো। আল্লাহ সবকিছু সঠিকভাবে সৃষ্টি করেছেন। তিনি জ্ঞানীদের জন্য নিজের নিদর্শন বিশদভাবে বর্ননা করেন।”----(ইউনুস-৫-৬)

এভাবেই সূর্য চলছে, পৃথিবী চলছে,আর আমাদের নিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে-কিয়ামতের দিকে।

“প্রত্যেক ব্যক্তিকেই মরতে হবে।”---আনকাবুত-৫৭

“আল্লাহর অনুমতি ছাড়া কেউ মরতে পারবেনা।প্রত্যেকের মৃত্যুর সময়টি সুনির্দিষ্ট রয়েছে।”—ইমরান-৬৮

“আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন,তারপর তিনি তোমাদের মৃত্যু দেন। আর তোমাদের কাউকে কাউকেও নিকৃষ্টতম বৃদ্ধ বয়সে পৌছে দেয়া হয়। তখন সবকিছু জানার পরও যেনো কিছুই জানে না।”–নাহল-৭০

সময় অমূল্য ধন। চলে যাওয়া সময় আর ফিরে আসেনা।

Time and tide wait for none.

“What is the longest,yet the shortest

The swiftst, yet the slowest

All of us neglect it and then we all regret it.

Nothing can be done without it, it

Swallows up all that is small and it

Build up all that is great?”

You know ---it is time. So beware

Killing time is not just a crime,

It’s a murder.

“প্রতিদিন প্রত্যুষে দুজন ফেরেশতা ডেকে বলেঃ

হে আদম সন্তান! আমি একটি নতুন দিন। তোমাদের কর্মের আমি সাক্ষী। তাই আমাকে কাজে লাগাও। আমার থেকে উপকৃত হও। কিয়ামত পর্যন্ত আমি আর ফিরে আসবোনা।”---আল হাদীস

আর তাই সময়কে কাজে লাগানো দরকার।

“ যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রন করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে, সেই প্রকৃত বুদ্ধিমান। যে ব্যক্তি নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায় অথচ আল্লাহর নিকট প্রত্যাশা করে সেই অক্ষম।”—(তিরমিযী)

“সময়ের কসম! মানুষ বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে, তবে তারা ছাড়া যারা-

*ইমান এনেছে *নেক আমল করেছে* ভালো কাজের উপদেশ দেয়* ধৈর্য্য ধারনের পরামর্শ দেয়।–(আসর)”

তাই আমাদের প্রত্যেকের এই চারটি গুন নিজেদের মাঝে চর্চা রাখতে হবে।

“বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য হলো তার সময়কে ভাগ করে নেয়া। কিছু সময় ব্যয় করবে তার আল্লাহর কাছে একান্ত প্রার্থনায়, কিছু সময় আল্লাহর সৃষ্টি কৌশল বিষয়ে চিন্তা করা, কিছু সময় রাখবে আত্মসমীক্ষার জন্য,আর কিছ সময় ব্যয় করবে জীবিকার প্রয়োজনে।–(ইবনে হিব্বন)

তাই চলুন সাদা কাপড়ে নিজেকে মুড়ানোর আগে সময়কে কাজে লাগাই কারন-

“হে লোকেরা! তোমাদের সর্বশক্তি্মান প্রভু আল্লাহর পাকড়াও থেকে বাঁচার কাজ করো এবং সেইদিনটিকে ভয় করো, যেদিন কোন পিতা তার সন্তানের কোনোই উপকারে আসবে না,আর সন্তান ও পিতার কোনো উপকারে আসবে না। আল্লাহর প্র্রতিশ্রুতি সত্য।সু্তরাং দুনিয়ার জীবন যেনো তোমাদের প্রতারিত না করে।আর বড় প্রতারক শয়তান যেনো তোমাদের প্রতারিত না করে।”—লোকমান-৩৩

আল্লাহ আমাদের তৌফিক দান করুন।

বিষয়: বিবিধ

৯৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File