সময়ের দাবী- আত্মউপলব্ধি

লিখেছেন লিখেছেন মিশু ০৮ মার্চ, ২০১৫, ০৮:৪২:৪৬ রাত

মহান আল্লাহ তায়ালা বলেছেন--

আর যে ব্যক্তি কোন সৎকাজ করবে, সে পুরুষ বা নারী যেই হোক না কেন , তবে যদি সে মুমিন হয় , তাহলে এই ধরনের লোকেরাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের এক অণুপরিমাণ অধিকারও হরণ করা হবে না ৷

সেই ব্যক্তির চাইতে ভালো আর কার জীবনধারা হতে পারে , যে আল্লাহর সামনে আনুগত্যের শির নত করে দিয়েছে , সৎনীতি অবলম্বন করেছে এবং একনিষ্ট হয়ে ইবরাহীমের পদ্ধতি অনুসরণ করেছে ? সেই ইবরাহীমের পদ্ধতি যাকে আল্লাহ নিজের বন্ধু বানিয়ে নিয়েছিলেন ৷—সূরা নিসা ১২৪-১২৫

আবূ দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

‘আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভুত হলেন, তখন আমরা দারিদ্র এবং এ নিয়ে আমাদের শংকা নিয়ে আলাপ করছিলাম। তিনি বললেন, ‘তোমরা দারিদ্রকে ভয় পাচ্ছো? শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, তোমাদের ওপর প্রবলভাবে দুনিয়াকে ঢেলে দেওয়া হবে এমনকি তোমাদের কারও অন্তর কেবল শুধু সেদিকেই ঝুঁকবে। আল্লাহর শপথ, ‘আমি তোমাদের রেখে যাচ্ছি পরিষ্কার সাদা সমতলে, যার দিন তার রাত্রির মতই।’

আবূ দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই আমাদের পরিষ্কার সাদা সমতলে রেখে যান, যার দিন তার রাত্রির মতই। ইবন মাজা : ০৬

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

‘আমি তোমাদের রেখে যাচ্ছি পরিষ্কার সাদা সমতলে, যার দিন তার রাত্রির মতই। তা থেকে কেউ বিচ্যুত হবে না; একমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া। অতএব আমার পরে যে বেঁচে থাকবে, অনেক বেশি মতবিরোধ দেখতে পাবে। তখন তোমরা আমার সুন্নতের এবং হিদায়াতপ্রাপ্ত খলীফাদের আকড়ে ধরবে। মাড়ির দাঁত দিয়ে তা আকড়ে থাকবে।’

ইবন মাজা : ৪৩; মুসনাদ আহমদ : ১৭১৮২

কোরআনের আয়াত ও হাদীসকে যদি আজ সামনে রেখে নিজের অন্তরকে প্রশ্ন করি, আমার অবস্থান কী এবং কোথায়?

বর্তমান সময়ে আমাদের আরো সাবধানে পা ফেলে চলা প্রয়োজন যেন আমার ইবাদাতগুলো ব্যর্থতায় পর্যবসিত না হয়। আজ রাসূলের(সঃ) অনুসরনকে বাদ দিয়ে আধুনিকতার,প্রযুক্তির উন্নয়নের কথার দোহাই দিয়ে অনেক শরীয়ত বিরোধী নিয়ম বানিয়ে ভালো কাজের সাথে সংমিশ্রন করে আমল নষ্ট হয়ে যাচ্ছে অথচ আমরা বুঝতে পারছি না। আল্লাহ সুবহান আমাদের অন্তর দৃষ্টি খুলে দিন আমীন।

আগামীতে ইনশা’আল্লাহ কিছু উদাহরন তুলে ধরবো।

বিষয়: বিবিধ

১১৬৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307904
০৮ মার্চ ২০১৫ রাত ০৯:০৪
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান ।
307938
০৯ মার্চ ২০১৫ রাত ১২:২৭
মাটিরলাঠি লিখেছেন :
Rose Rose Rose Rose
জাজাকাল্লাহু খাইরান। Good Luck Good Luck

307996
০৯ মার্চ ২০১৫ দুপুর ১২:১৩
সোহেল মোল্লা লিখেছেন : অনেক ধন্যবাদ
310377
২২ মার্চ ২০১৫ রাত ০৩:০২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখাটি পড়ে ভালো লাগলো! ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File