জঙ্গি আইএস এ নিষেধাজ্ঞা নেই, তারেকের বক্তব্য কেন?
লিখেছেন লিখেছেন অপলা অতসী ০৭ জানুয়ারি, ২০১৫, ০৫:১৮:২৭ বিকাল
আল কায়েদা, তালেবান, আইএস (ইসলামিক স্টেট) এদের সংবাদ, এর নেতাদের ভিডিও বার্তা আন্তর্জাতিক এবং দেশীয় গনমাধ্যমগুলো প্রচার করে থাকে। এরা নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও কোনো দেশ বা বাংলাদেশের আদালত তাদের সংবাদ ভিডিওবার্তা প্রচারে নিষেধাজ্ঞা জারি করেননি।
কিন্তু তারেক রহমান বাংলাদেশের একজন নাগরিক। তার নামে অনেক মামলা রয়েছে। এই আদালতই তাকে জামিন দিয়েছেন। আবার আজকে এই আদালতই তাকে পালাতক বলছেন। তার বক্তব্য প্রচারে সব গনমাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছেন।
সরকারের কাছে জানার বেশ আগ্রহ, কেন? মিস্টার তারেক রহমানকে এতো গুরুত্ব দিচ্ছে। তারা সত্যিকার অর্থে কোনো অজানা আতঙ্কে ভুগছে তাকে নিয়ে।
বুধবার আদালত বলছেন, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা যতদিন পর্যন্ত বিচারাধীন থাকবে ততদিন তার কোনো বক্তব্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে প্রচার করা যাবে না।
বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। নাসরিন সিদ্দিকী লিনা নামের এক আইনজীবী এ রিটটি করেন।
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন