তোমাকে ভুলতে চেয়ে ও
লিখেছেন লিখেছেন অভিশপ্ত নীরব ০৭ এপ্রিল, ২০১৫, ০৭:৩৮:১৮ সকাল
তোমাকে বার বার ভুলতে চেয়েছি কিন্তু পুরোনো স্মৃতি মনে পড়ে যায় যে বার বার , নীরব আমি প্রভু ছাড়া কেউ দেখে না কাঁন্না যে আমার ! তোমায় কোনো দোষ দেবো না আজ কোনোক্রমে , অভিশপ্ত আমি শত কোটি ঘৃনা প্রেমের নামে ! কেন ভালবেসেছিলাম এক অবুঝ বালিকাকে হায় , যাকে হারিয়ে আজ কেঁদে বুক যে ভাসাই ।
বিষয়: সাহিত্য
৯৪৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন