চরিত্র,চর্চা ও সাধনায়
লিখেছেন লিখেছেন অবুঝমন ০৪ জানুয়ারি, ২০১৫, ০২:১০:৫৭ দুপুর
চরিত্র দুই প্রকার। এক যা জন্মগত ও স্বভাবগত, দুই যা চর্চা ও সাধনায় অর্জিত হয়। যে চরিত্র মানুষ জন্মগত লাভ করে ও তার স্বভাবে পরিণত হয়, তা আল্লাহ প্রদত্ত। যেমন: কারো স্বভাবে নম্রতা ও কোমলতা অথবা রাগ ও জিদ। অনেকে শত চেষ্টা করেও তা বদলাতে পারেনা। আবার কেউ চারিত্রিক গুণ অর্জন করে জন্মগত ও স্বভাবগতভাবে। চর্চা, অনুশীল ও সাধনা ছাড়া এমনিতেই সে লাভ করে এই বৈশিষ্ট্য। তবে অধিকাংশ চরিত্রই মানুষ চর্চার মাধ্যমে শেখে। সাধনা করে অর্জন করে।শক্ত হৃদয়কে চর্চা করে নম্র করতে পারে। দ্বিতীয় প্রকারের চরিত্র অর্জন করার উৎস প্রধানত তিনটি। এক পরিবেশ, দুই ধর্মীয় অনুভুতি, মুল্যবোধ ও তিন আর্থিক লোভ।
পরিবেশের কারণে খারাপ লোকও ভালো হয়ে যায় এবং ভালো মানুষও খারাপ হয়ে যায়। ধর্মীয় মুল্যবোধের কারণে মিথ্যাবাদী তার মিথ্যের অভ্যাস পরিত্যাগ করে । প্রতারক ব্যবসায়ী সৎ হয়ে যায় ইত্যাদি । আর্থিক লোভের কারণে মানুষের চরিত্র পরিবর্তন আনে। মিথ্যা, ধোঁকা, চুরি, সন্ত্রাসী, খুন ও মাদকাসক্তি ইত্যাদির প্রধান কারণ অর্থের লোভ।
বিষয়: সাহিত্য
৯৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন