মাল . . .
লিখেছেন লিখেছেন আল আসাদ ১৫ ডিসেম্বর, ২০১৫, ০৫:১০:৫০ বিকাল
দোস্ত !
দেখ.....মালডা
চরম না!!!???
—কোনটা?
—ও...ইডা !
—ওইডার কথা
কইতে পারিনা, তয়
তোগোর বাড়িতে একটা চরম মাল আছে!
—আমাগোর বড়িতে!
কসকি!
—হুম..!
—কার কথা কস, ঠিক
কইরা ক...।
—ক্যান! তোর একটা
বোন আছেনা? এবার
S.S.C. দিলো, ওইডা !!!
—তোর কত্তবড়
সাহস! আমার বোনের
নামে বাজে কথা কস?
—ক্যান! এইমাত্র যে
মেয়েটা এইখান দিয়া
গেলো সে যদি মাল
হইতে পারে, তবে তোর
বোন কেন মাল হইতে পারেনা? সেওতো
কারও না কারও
বোন।
—ইয়ে....মানে... .!!!
—শোন, কারও মা
বোনের সাথে খারাপ
ব্যাবহার করার আগে
চিন্তা করিস যে
তোরও মা-বোন আছে....
সুতরাং: এসব
আপত্তিকর কথা
নিজেও বলব না
অন্যদেরকেও বলতে
দিব না....
এই অপসংস্কৃতি থেকে
বেরি আসতেই হবে...
বিষয়: বিবিধ
১০১২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন