তসলিমা নাসরিনের ভারত বিজয় !!!
লিখেছেন লিখেছেন নীরব আক্তার ০৬ এপ্রিল, ২০১৫, ০৩:৪০:৩৬ রাত
শিরোনাম দেখে কি অবাক হচ্ছেন প্রিয় পাঠক ?না একটুও অবাক হওয়ার কোনো কারণ নেই ।বাংলাদেশ থেকে বিতাড়িত একজন প্রগতিশীল লেখিকা হচ্ছেন আমাদের ডিজিটাল প্রজন্মের সকলের অতি প্রিয় তসলিমা নাসরিন ! যিনি জরায়ুর স্বাধীনতা চেয়ে আসছেন দীর্ঘকাল থেকে ।কিন্তু বাংলাদেশে অধিকহারে মৌলবাদীদের সংখ্যা বেড়ে গেছে বিধায় গৌণবাদীরা তাদের কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি আজও ! বলতে গেলে এক প্রকার বিনা কারণেই এত বড় একজন মানবাধিকার কর্মীকে তখনকার বাংলাদেশ সরকার প্রিয় দেশ থেকে বিতাড়িত করলো ! যিনি একেবারেই কিনা নীরব ভূমিকা পালন করেছেন !শেষ পর্যন্ত তাকে নিয়েই টানাটানি ! না প্রিয় দেশে উনার জায়গা নেই ।চলে গেলেন প্রিয় আরেক দেশ ভারতে ! ভারতীয় হিন্দুদের প্রতি যার অপরিসীম টান তাদের ছেড়ে কিভাবে থাকবেন তিনি ? উনার তো এটা বড় "লজ্জা" ! আমাদের প্রিয় লেখিকা চলে যাওয়াতে আমরা বিশিষ্ট জনেরা চোখের পানি আর নাকের পানি এক করে বুক ফুলিয়ে কাঁদলাম !সেই কাঁন্না ভুলে আমরা আজ আনন্দিত ! ভারত তার প্রিয় সন্তানকে ন্যায্য পাওনা দিয়েছে ! হ্যাঁ ভারতের মত রাষ্ট্রই নেই বিশ্বে ! যেমন বিশ্বে আমেরিকা আর ইসরাইলের কোনোই তুলনা হয় না ! কিছুদিন আগে উনার জীবনীকে কেন্দ্র করে ভারতীয় বাংলা একটা সিনেমা করা হয়েছিল "নির্বাসিত " ।এটাতে এবার পুরস্কার পেয়েছে ! এটা তো প্রথম বিজয় ।আর দ্বিতীয় বিজয় যে এতটা বড় হবে লেখিকার তো কল্পনার বাইরে ! ভারতীয় সুপ্রিমকোর্ট পর্যন্ত তার কথা শুনতে বাধ্য অর্থাৎ তার যুক্তির কাছে পরাজিত ! যারা কিনা ICCকে ইচ্ছা মত নাচায় আজ তাদের আইনকেই নাচালেন তসলিমা নাসরিন ? যাক আমাদের দেশের ডিজিটাল নির্বোধগুলো কয়েক দিনের মধ্যেই হয়ত " তসলিমা নাসরিনের ভারত বিজয় " ব্যানার নিয়ে বিজয় মিছিল করবে ! আর আবালীয় সংবাদ মাধ্যমগুলোর প্রধান শিরোনাম হবে " একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বাংলাদেশ থেকে বিতাড়িত বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন " ! অনুগ্রহ করে শিরোনাম গুলো দেখতে নিয়মিত চোখ রাখুন "বাংলাদেশ প্রতিদিন" এ !
বিষয়: বিবিধ
১৩৪৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিচিত্র নয়, আমাদের কাছে সফলতাই বড়, কর্ম নয়, তাই এমন মিছিল হলেও দেখে যাওয়া ছাড়া কিছু করার থাকবে না।
http://www.bing.com/search?q=my+body+,+my+mind+,+my+choice&src=IE-TopResult&FORM=IE10TR
মন্তব্য করতে লগইন করুন