তসলিমা নাসরিনের ভারত বিজয় !!!

লিখেছেন লিখেছেন নীরব আক্তার ০৬ এপ্রিল, ২০১৫, ০৩:৪০:৩৬ রাত

শিরোনাম দেখে কি অবাক হচ্ছেন প্রিয় পাঠক ?না একটুও অবাক হওয়ার কোনো কারণ নেই ।বাংলাদেশ থেকে বিতাড়িত একজন প্রগতিশীল লেখিকা হচ্ছেন আমাদের ডিজিটাল প্রজন্মের সকলের অতি প্রিয় তসলিমা নাসরিন ! যিনি জরায়ুর স্বাধীনতা চেয়ে আসছেন দীর্ঘকাল থেকে ।কিন্তু বাংলাদেশে অধিকহারে মৌলবাদীদের সংখ্যা বেড়ে গেছে বিধায় গৌণবাদীরা তাদের কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি আজও ! বলতে গেলে এক প্রকার বিনা কারণেই এত বড় একজন মানবাধিকার কর্মীকে তখনকার বাংলাদেশ সরকার প্রিয় দেশ থেকে বিতাড়িত করলো ! যিনি একেবারেই কিনা নীরব ভূমিকা পালন করেছেন !শেষ পর্যন্ত তাকে নিয়েই টানাটানি ! না প্রিয় দেশে উনার জায়গা নেই ।চলে গেলেন প্রিয় আরেক দেশ ভারতে ! ভারতীয় হিন্দুদের প্রতি যার অপরিসীম টান তাদের ছেড়ে কিভাবে থাকবেন তিনি ? উনার তো এটা বড় "লজ্জা" ! আমাদের প্রিয় লেখিকা চলে যাওয়াতে আমরা বিশিষ্ট জনেরা চোখের পানি আর নাকের পানি এক করে বুক ফুলিয়ে কাঁদলাম !সেই কাঁন্না ভুলে আমরা আজ আনন্দিত ! ভারত তার প্রিয় সন্তানকে ন্যায্য পাওনা দিয়েছে ! হ্যাঁ ভারতের মত রাষ্ট্রই নেই বিশ্বে ! যেমন বিশ্বে আমেরিকা আর ইসরাইলের কোনোই তুলনা হয় না ! কিছুদিন আগে উনার জীবনীকে কেন্দ্র করে ভারতীয় বাংলা একটা সিনেমা করা হয়েছিল "নির্বাসিত " ।এটাতে এবার পুরস্কার পেয়েছে ! এটা তো প্রথম বিজয় ।আর দ্বিতীয় বিজয় যে এতটা বড় হবে লেখিকার তো কল্পনার বাইরে ! ভারতীয় সুপ্রিমকোর্ট পর্যন্ত তার কথা শুনতে বাধ্য অর্থাৎ তার যুক্তির কাছে পরাজিত ! যারা কিনা ICCকে ইচ্ছা মত নাচায় আজ তাদের আইনকেই নাচালেন তসলিমা নাসরিন ? যাক আমাদের দেশের ডিজিটাল নির্বোধগুলো কয়েক দিনের মধ্যেই হয়ত " তসলিমা নাসরিনের ভারত বিজয় " ব্যানার নিয়ে বিজয় মিছিল করবে ! আর আবালীয় সংবাদ মাধ্যমগুলোর প্রধান শিরোনাম হবে " একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বাংলাদেশ থেকে বিতাড়িত বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন " ! অনুগ্রহ করে শিরোনাম গুলো দেখতে নিয়মিত চোখ রাখুন "বাংলাদেশ প্রতিদিন" এ !

বিষয়: বিবিধ

১৩৬৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313203
০৬ এপ্রিল ২০১৫ সকাল ০৫:১৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : তিনি মানবাধিকার নয়, অবাধ যৌনাচারের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকারী ছিলেন।

বিচিত্র নয়, আমাদের কাছে সফলতাই বড়, কর্ম নয়, তাই এমন মিছিল হলেও দেখে যাওয়া ছাড়া কিছু করার থাকবে না।
১০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
255148
নীরব আক্তার লিখেছেন : হ্যাঁ ভাই কথাগুলো ঠিক আছে ! তবে তসলিমার চাওয়াটা বাংলাদেশে বাস্তবায়িত হলে আর পতিতালয় থাকতো না ।
313212
০৬ এপ্রিল ২০১৫ সকাল ১০:১৮
হতভাগা লিখেছেন : তসলিমার জরায়ুর স্বাধীনতায় উদ্বুত হয়ে দীপিকা আসছেন My mind , my body , my choice নিয়ে

http://www.bing.com/search?q=my+body+,+my+mind+,+my+choice&src=IE-TopResult&FORM=IE10TR
১০ এপ্রিল ২০১৫ রাত ০৮:০১
255149
নীরব আক্তার লিখেছেন : হ্যাঁ ভাই , দীপিকার সাথে দেখা করতে কতজন দেখেন লাক্স কিনে কিনে রুম ভরছে ।যেন দীপিকার সাথে দেখা করলেই জান্নাতের টিকিট অবধারিত !নাঊযুবিল্লাহ
313304
০৬ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩৪
আশাবাদী যুবক লিখেছেন : যা লিথেছেন, লা জবাব ৷
১০ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৪
255150
নীরব আক্তার লিখেছেন : ধন্যবাদ ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File