একটি ফেইসবুক কমেন্ট

লিখেছেন লিখেছেন নীরব আক্তার ৩০ মার্চ, ২০১৫, ০৭:৩৯:১৮ সকাল

ইসলাম কখনো বলে দেয়নি যে , তোমরা অন্য ধর্মের লোকের উপর অত্যাচার করো ।আর অন্যায় করলেও তোমার মুসলিম ভাইয়ের বিচার না করে তাকে সর্ম্থনের কথা ও বলেনি । বরং অন্য ধর্মের লোকদের সাথে ভাল ব্যবহার করতে বলা হয়েছে । একটা বিষয় দেখে অবাক হই যে , অনেক ডিজিটাল শিক্ষিত লোক ও জেনে বুঝে মুসলিমদের যে কোনো অপরাধকে ইসলামের উপর চাপিয়ে দেয় ।যেমন মুসলিম বলেই অমুক কাজটা করেছে ।অন্য ধর্মের লোক হলে ঐ কাজটা করতে পারতো না ।আমাদের ভেতর আসলে ইসলাম বিদ্বেষটা ক্রমেই বাড়ছে । কারণ একটাই আমরা সুবিধাবাদী ।আমরা একটু স্বার্থের জন্য যে কোনো কাজ করতে দ্বিধা করছি না ।আর ক্রিকেট খেলায় বাংলাদেশের অধিকাংশ মুসলিম পাকিস্তান এবং হিন্দু ভারতকে সর্ম্থন করে ! যদি খেলাটা পাকিস্তান এবং ভারতের মধ্যে হয় ।আর এবার ফেইসবুকের অনেক ইউজারকে ভারতকে সর্ম্থন করতে দেখেছি ভারত অন্যায় করার পর ও ।যাদের প্রোফাইলে চক চক করছে Islam শব্দটি ।আর ইসলামী নামধারী মাত্রই যে মুসলিম সেটা ভাবা ও ঠিক নয় ।যেমন কট্টর ইসলাম বিদ্বেষী তসলিমা নাসরিন , আসিফ মহিউদ্দীন ।নাম দেখে ভাবতেই পারে যে কেউ এরা পাক্কা মুসলিম ।তাই নাম আর কর্ম দেখে ইসলাম ধর্মকে বিচার করা যুক্তিহীন ।আর যদি বিচার করে কেউ তাহলে বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে কি করবেন ? যাদের ধর্মের মূল কথা-ই হচ্ছে অহিংসা পরম ধর্ম ।কিন্তু মায়ানমারের মুসলিমদের মেরে অন্য দেশে যেতে বাধ্য করছে ।তাই ধর্ম দিয়ে কোনো মানুষকে বিচার করা যায় না ।

বিষয়: বিবিধ

১০২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File