আমাদের শিক্ষা ব্যবস্থা
লিখেছেন লিখেছেন নীরব আক্তার ২৭ মার্চ, ২০১৫, ০৩:৫০:০২ দুপুর
আমাদের শিক্ষা ব্যবস্থা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রাইভেট না পড়লে কোনো ছাত্র ছাত্রীই পাস করতে পারবে না ! বিদ্যালয়ে যাওয়া আসা শুধু নিয়ম পালন করা মাত্র । এ ছাড়া শিক্ষা গ্রহণ তেমন একটা হয় না বললেই চলে ! সাধারণ মাধ্যমিক বিদ্যালয়ের এক জন নতুন শিক্ষক ও লেকচারার হয়ে যান ক্লাস নিতে গিয়ে ! সামাণ্য একটা দুইটা সাজেশন দিয়েই তিনি ক্লান্ত হয়ে পড়েন !এবার উনি আর্ন্তজাতিক বিষয় নিয়ে লেকচার দেন ।ধরুন এবারের ক্রিকেট বিশ্বকাপ ! ছাত্র ছাত্রী এবং শিক্ষকের মতামত বিশ্লেষণ করতে করতেই বেঁধে দেওয়া ৪৫ মিনিট শেষ ! এই ৪৫ মিনিটে ছাত্র ছাত্রী বাংলার "ব" ও বোঝেনি । এই ছাত্র ছাত্রীই আগামীকাল দেখা যাবে ঠিক পুরো "বাংলা" বানানই লিখতে পারে ! কারণ উক্ত শিক্ষক ক্লাসে ছাত্র ছাত্রীদের শিক্ষা না দিয়ে উনার নিজস্ব কোচিং সেন্টারে কিছু টাকার বিনিময়ে শিখিয়েছেন ।আপনার ছেলে মেয়ে যদি প্রাইভেট না পড়লে পরীক্ষায় পাস না করতে পারে , তাহলে শুধু শুধু বিদ্যালয়ে মোটা অংকের টাকা দেওয়ার দরকার কি ? বলবেন নিয়ম তাই দেই ! এটাই যদি নিয়ম হয় তাহলে এত না দৌঁড়াদৌঁড়ি করে বোর্ডে টাকা দিলেই তো হয় ! কারণ বোর্ড থেকেই তো সার্টিফিকেট দেয় ।আর এত ১৫ থেকে ২০ বছর সময় নষ্ট করার কোনো মানেই হয় না ।অতএব এখন ও সময় আছে এই নিয়মটা চালু করতে আন্দোলনের ডাক দিন !
বিষয়: বিবিধ
১১০১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন